kalerkantho


তেল উৎপাদনে সৌদি আরবকে ছাড়িয়ে গেল রাশিয়া

কালের কণ্ঠ অনলাইন   

২১ ফেব্রুয়ারি, ২০১৭ ১২:৫৬তেল উৎপাদনে সৌদি আরবকে ছাড়িয়ে গেল রাশিয়া

বহুদিন ধরে বিশ্বের ক্রুড অয়েল বা অপরিশোধিত জ্বালানি তেল উৎপাদনের শীর্ষস্থান ধরে রেখেছিল সৌদি আরব। কিন্তু এবার রাশিয়া সৌদি আরবকে ছাড়িয়ে গেছে। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ইনডিপেনডেন্ট।

গত ডিসেম্বর মাসেই বিশ্বের সবচেয়ে বড় অপরিশোধিত তেল উৎপাদক হিসেবে সৌদি আরবকে ছাড়িয়ে যায় রাশিয়া। তবে ইচ্ছে করলে উভয় দেশই তেলের উৎপাদন আরও বাড়ানোর ক্ষমতা রাখে। কিন্তু তেলের উৎপাদন যতই বাড়ছিল ততই দাম কমছিল। এ কারণে তেল উৎপাদকরা এর মূল্য কমিয়ে রাখার ব্যাপারে ঐকমত্যে পৌঁছান।

সম্প্রতি পরিসংখ্যানে প্রকাশিত হয়েছে সৌদি আরবের দৈনিক অপরিশোধিত তেল উৎপাদন নভেম্বর মাসে ১০.৭২ মিলিয়ন ব্যারেল থাকলেও ডিসেম্বর মাসে তা কমিয়ে ১০.৪৬ মিলিয়ন ব্যারেলে আনা হয়। অন্যদিকে রাশিয়া ডিসেম্বর মাসে ১০.৪৯ মিলিয়ন ব্যারেল উৎপাদন করে।

এর আগে তেল উৎপাদনকারী দেশগুলোর সংগঠন ওপেক তেলের উৎপাদন কমিয়ে আনার বিষয়ে একমত হয়। ওপেকের সদস্য নয় রাশিয়া। তবে তারাও তেলের উৎপাদন কিছুটা কমায়।

উৎপাদন কমানোর ঘোষণায় গত নভেম্বর মাসের পর থেকে এখন পর্যন্ত প্রায় ২০ শতাংশ বেড়েছে অপরিশোধিত তেল উৎপাদন।

বিশ্বের তৃতীয় অপরিশোধিত তেল উৎপাদনকারী দেশ যুক্তরাষ্ট্র। তারা ডিসেম্বরে প্রতিদিন ৮.৮ মিলিয়ন ব্যারেল উৎপাদন করে। তবে এর আগে নভেম্বর মাসে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেল উৎপাদন ছিল ৮.৯ মিলিয়ন ব্যারেল।মন্তব্য