kalerkantho


তিন বছরের শিশুকে ধর্ষণ করে খুন, ধর্ষক পলাতক

কালের কণ্ঠ অনলাইন   

২০ ফেব্রুয়ারি, ২০১৭ ২৩:৪০তিন বছরের শিশুকে ধর্ষণ করে খুন, ধর্ষক পলাতক

উত্তর চেন্নাইয়ে তিরুভত্তিউরে তিন বছরের শিশুকে ধর্ষণ করে খুন করল প্রতিবেশী। দোষ ঢাকতে আবর্জনার স্তুপে ফেলে দেয়া হয় শিশুর মরদেহ।  সাফাইকর্মী আবর্জনা ফেলতে গিয়ে শিশুর রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন। ধর্ষণের পর শিশুটিকে শ্বাসরোধ করে খুন করা হয় বলে পুলিশের ধারণা। রবিবার দুপুরে ৫ বছরের দাদার সঙ্গে বাড়ির বাইরে খেলছিল শিশুটি। মা অসুস্থ হওয়ায় বাড়ির ভেতরে ঘুমাচ্ছিলেন। বাবা কাজে গিয়েছিলেন। দুপুর ৩টার দিকে শিশুটির মা ঘুম থেকে উঠে দেখেন মেয়ে নেই। এ ঘটনায় তিরুভত্তিউর থানায় শিশুটির নিখোঁজ ডাইরি করেন মা-বাবা।

পরের দিন সকালে বাড়ির কাছেই আবর্জনা স্তুপের মধ্য থেকে শিশুটির মরদেহ উদ্ধার হয়। মরদেহ ময়নাতদন্তের পর ধর্ষণের প্রমাণ পাওয়া গেছে। শিশুটি নিখোঁজ হওয়ার আগে প্রতিবেশীর কাছে ছিলেন বলে দাবি স্থানীয়দের। ঘটনার পর থেকে অভিযুক্ত প্রতিবেশী পলাতক।

সূত্র: আজকালমন্তব্য