kalerkantho


উনের ভাই হত্যার সিসিটিভি ফুটেজ প্রকাশ (ভিডিও)

কালের কণ্ঠ অনলাইন   

২০ ফেব্রুয়ারি, ২০১৭ ১৪:৫৫উনের ভাই হত্যার সিসিটিভি ফুটেজ প্রকাশ (ভিডিও)

কুয়ালালামপুর বিমানবন্দরের কুয়ালালামপুর বিমানবন্দরের উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উনের সৎ ভাই কিম জং ন্যামের ওপর হামলার দৃশ‌্য ধরা পড়েছে। জাপানের ফুজি টিভি ওই ভিডিও সম্প্রচার করার পর বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ‌্যম এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে।

চীনের গণমাধ্যম পিপলস ডেইলি চায়নার ভিভিওতে দেখা গেছে, কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের লাউঞ্জে এক নারী পেছন থেকে এক ব‌্যক্তিকে মুখ পেঁচিয়ে ধরেন। এক ব‌্যক্তি লুটিয়ে পড়লেন এবং ওই নারী দ্রুত হেঁটে বেরিয়ে গেলেন। কয়েকজন যাত্রীকেও এ সময় পেছন থেকে দৌড়ে যেতে দেখা যায় ভিডিওতে। সম্পূর্ণ ঘটনাটি ঘটতে সময় লাগে কয়েক সেকেন্ড।

মালয়েশীয় পুলিশের ধারণা, গত সোমবার ন্যাম কুয়ালালামপুর বিমানবন্দরে ম্যাকউয়ের ফ্লাইট ধরার অপেক্ষায় থাকার সময় তার মুখে শক্তিশালী কোনো বিষ স্প্রে করেন ওই নারী। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে একজন উত্তর কোরীয়সহ আরও তিনজন গ্রেফতার করা হয়েছে। সন্দেহের তালিকায় থাকা পলাতক আরও চারজনকে খুঁজছে মালয়েশিয়া পুলিশ, এরা সবাই উত্তর কোরিয়ার নাগরিক। ঘটনায় উত্তর কোরিয়া আছে বলে ব্যাপকভাবে ধারণা করা হলেও এর কোনও প্রমাণ এখনও পাওয়া যায়নি। উত্তর কোরিয়াও খুনের বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি।

 মন্তব্য