kalerkantho


দুবাইতে দেশীয় প্রবাসী নারীদের পিঠা উৎসব

আমিরাত প্রতিনিধি   

২০ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:৩৭দুবাইতে দেশীয় প্রবাসী নারীদের পিঠা উৎসব

সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে উৎসবমুখর পরিবেশে ফাল্গুনি সাজে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। বর্ণিল আয়োজনে গত শুক্রবার দুবাইয়ের মুশরিক পার্কে উৎসব অনুষ্ঠিত হয়। কানিজ ফাতেমা পপি, সাবিনা ইয়াসমিন, ফাহমিদা চৌধুরী, নিশাত জাহান, রোজী খাতুনের পিঠা উৎসবে হাজির করা হয় দেশীয় ঐতিহ্যের সুস্বাদু পাটি সাপটা, দুধ চিতই, ফুল জুড়ি, ডিম পিঠা, পাকন পিঠা, সই পিঠা, পুলি পিঠা সহ নানা রকমের পিঠা। ব্যতিক্রমী এই উৎসবে নজর কাড়ে পার্কে আসা ভিন দেশীদেরও। 

অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টকিও সেট গ্রুপের চেয়ারম্যান মাহাবুব আলম মানিক, প্রকৌশলী মোরশেদ, জায়েদ ইমাম পারভেজ, মাজাহারুল ইসলাম মাহাবুব, মিসেস শহিদ, নজরুল ইসলাম, সাংবাদিক সাইফুল ইসলাম তালুকদার প্রমুখ। সার্বিক সহযোগীতায় ছিলেন টকিও সেট গ্রপের পরিচালক জেসমিন আকতার সিআইপি, শেপালী আকতার আখি, সেলিনা আকতার লিনা, সাইদা দিবা, লোপা সারমিন, বিথি এহসান, নাজনিন চৌধুরী,শামসুন নাহার হোসাইন প্রমুখ।

পিঠা উৎসবে প্রথম হন রুকসানা রোজ, দ্বিতীয় হন নিশাত জাহান নিশু, তৃতীয় সাইদা আওয়াল। ফাল্গুনী সাজে প্রথম হয়েছেন আলমা, দ্বিতীয় লিলিয়া, তৃতীয় হন তামান্না রহমান। পরিশেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আমিরাতের প্রতিটি অঞ্চলে বিশেষ বিশেষ দিনগুলোতে এ ধরনের উৎসব দেশীয় প্রবাসীরা করে থাকে।মন্তব্য