kalerkantho


সৌদি আরবে তেলের পাইপলাইন ফুটো, ঠিকাদার নিহত

কালের কণ্ঠ অনলাইন   

১৯ ফেব্রুয়ারি, ২০১৭ ১৮:৩২সৌদি আরবে তেলের পাইপলাইন ফুটো, ঠিকাদার নিহত

সৌদি আরবে তেলের পাইপলাইন ফুটো হয়ে একজন ঠিকাদার নিহত ও তিনজন আহত হয়েছে। আজ রবিবার দেশটির রাষ্ট্রীয় মালিকানাধীন বৃহৎ তেল কোম্পানি আরামকো এ কথা জানায়।

আরামকোর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘সৌদি আরামকো অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছে যে এই ঘটনায় একজন ঠিকাদার নিহত এবং এক কর্মী ও অপর দুই ঠিকাদার আহত হয়েছে।’

জানা গেছে, কোম্পানীর প্রধান দাহরান কম্পাউন্ড থেকে ৬০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে আবকাইকে এই দুর্ঘটনা ঘটে। আরো জানা গেছে, হাসপাতালে চিকিৎসা নেয়ার পর এ ঘটনায় আহত দুই ঠিকাদারকে ছেড়ে দেওয়া হয়েছে।মন্তব্য