kalerkantho


ফের সাংবাদিকদের বিরুদ্ধে তোপ দাগলেন ট্রাম্প

কালের কণ্ঠ অনলাইন   

১৯ ফেব্রুয়ারি, ২০১৭ ১১:৩৯ফের সাংবাদিকদের বিরুদ্ধে তোপ দাগলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও সংবাদমাধ্যম ও সাংবাদিকদের প্রতি বিষোদগার করেছেন। ফ্লোরিডায় 'ক্যাম্পেইন র‍্যালি ফর আমেরিকা' শীর্ষক এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

শনিবার ফ্লোরিডার মেলবোর্নে ওই সমাবেশে ট্রাম্প বলেন, 'সংবাদমাধ্যম সঠিক প্রতিবেদন প্রকাশ করে না। তাদের নিজস্ব এজেন্ডা রয়েছে।' তিনি তার প্রশাসনের কর্মকাণ্ডের প্রশংসা করে বলেন, 'এক আশাবাদী চেতনা যুক্তরাষ্ট্রকে এগিয়ে নিচ্ছে।'

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদক টারা ম্যাককেলভি জানান, মার্কিন প্রেসিডেন্টের বিমান এয়ারফোর্স ওয়ানে চড়ে ফ্লোরিডায় আসার সময় সাংবাদিকরাও ট্রাম্পের সঙ্গে ছিলেন। ট্রাম্প ওই সাংবাদিকদের সঙ্গে বেশ হাসিখুশিই ছিলেন। কিন্তু মঞ্চে উঠেই দেখা গেল ট্রাম্পের এক ভিন্নরূপ।

মঞ্চে উঠে ট্রাম্প বলেন, 'সাংবাদিকরা এক দুর্নীতিগ্রস্ত ব্যবস্থার অংশ।' তিনি আরও বলেন, 'অসৎ সংবাদমাধ্যম সঠিক সংবাদ প্রকাশ করতে চায় না। আমরা তাদের আসল রূপ প্রকাশ করে যাব।'

ট্রাম্প সংবাদমাধ্যমকে আক্রমণের সময় সমাবেশে উপস্থিত ট্রাম্প সমর্থকরা চিৎকার করে তার প্রতি সমর্থন জানান। এর আগে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে সাংবাদিকরা ট্রাম্প প্রশাসনের কর্মকাণ্ডের সমালোচনা তুলে ধরায়, তিনি সংবাদমাধ্যমের তীব্র সমালোচনা করেছিলেন।

চলতি সপ্তাহের প্রথমদিকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিন পদত্যাগ করার পর চাপের মধ্যে পড়েন এই মার্কিন প্রেসিডেন্ট। রবিবার এই পদে নতুন নিয়োগের জন্য ট্রাম্প সাক্ষাৎকার গ্রহণ করবেন।

 মন্তব্য