kalerkantho


কিশোরীকে অপহরণের চেষ্টা, যুবক গ্রেপ্তার

কালের কণ্ঠ অনলাইন   

১৬ ফেব্রুয়ারি, ২০১৭ ২৩:৩৩কিশোরীকে অপহরণের চেষ্টা, যুবক গ্রেপ্তার

প্রকাশ্য রাস্তায় এক কিশোরীকে অপহরণের চেষ্টা করে স্থানীয়দের হাতে ধরা পড়ল এক যুবক। ওই যুবককে পুলিশের হাতে তুলে দেয়া হয়েছে। গতকাল বাগুইআটিতে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়। জানা গেছে, ১১ বছরের এক কিশোরীকে জোর করে গাড়িতে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে শেখ শাহনওয়াজ নামের ওই যুবক। কিশোরীর চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এলে পালানোর চেষ্টা করে সে। কিন্তু স্থানীয় লোকজনের হাতে ধরা পড়ে যায় সে। স্থানীয়দের দাবি, অনেকদিন ধরেই ওই কিশোরীকে ফলো করছিল অভিযুক্ত যুবক। অভিযোগ, ওই কিশোরী রাস্তায় বেরোলেই পিছু নিত শাহনওয়াজ। এই ঘটনার পেছনে তার কী উদ্দেশ্য ছিল, তা জানা যায়নি। সে কেন ওই কিশোরীকে অপহরণ করতে চেয়েছিল তা খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা বলছেন, রাস্তাঘাটে এখন আর মানুষের কোনো নিরাপত্তা নেই। প্রকাশ্য রাস্তা থেকেই মেয়েদের তুলে নেয়ার চেষ্টা করছে দুষ্কৃতিরা। কিছুদিন ধরেই বাগুইআটি এলাকায় অপরাধ প্রবণতাও বাড়ছে। এ বিষয়ে প্রশাসনের আরও তৎপর হওয়া উচিত। বাগুইআটি থানার পুলিশ ঘটনার তদন্ত করছে। অপহরণ চেষ্টার সময় ওই যুবকের সঙ্গে আরও কেউ ছিল কি না, তাও দেখছে পুলিশ।‌‌

সূত্র: আজকালমন্তব্য