kalerkantho


প্রেমিকের সঙ্গে দেখা করতে চাওয়ায় ভাইয়ের হাতে বোন খুন

কালের কণ্ঠ অনলাইন   

১৫ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:৫৭প্রেমিকের সঙ্গে দেখা করতে চাওয়ায় ভাইয়ের হাতে বোন খুন

ভালোবাসা দিবসের ভোরে প্রেম করার অপরাধে বোনকে খুন করলো তারই ছোটভাই৷ মঙ্গলবার ভোর রাতে রিষড়ার শ্রীকৃষ্ণনগরে এই নৃশংস ঘটনাটি ঘটেছে৷ অভিযুক্ত ভাইয়ের নাম অমিত সিং৷ বোনের নাম নীতা সিং৷

পুলিশ সূত্রে খবর, স্থানীয় এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল নীতার৷ সেই প্রেমের সায় ছিল না মেয়েটির পরিবারের কারও৷ দু’জনকে একসঙ্গে বহুবার দেখা গেছে৷ পরিবারের সদস্যরা বাধা দিয়েছেন৷ অমিত তার বোনকে মারধরও করেছে আগে৷ কিন্তু ফল হয়েছে বিপরীত৷ সম্পর্ক আরও গাঢ় হয়েছে৷ মঙ্গলবার ভালোবাসা দিবসে যাতে দু’জনে দেখা না করে তার ফতোয়া দেয়া হয়েছিল৷ সোমবার রাতে এই নিয়ে ভাইবোনে তুমুল ঝগড়া হয়৷ কোনোভাবেই ফতোয়া মানতে চায়নি নীতা৷ যে কোনও মূল্যে সে প্রেমিকের সঙ্গে দেখা করতে চেয়েছিল৷ স্থানীয় সূত্রের খবর, বিশেষ এই দিনে দেখা করার জন্য সে নতুন জামা-কাপড় এবং উপহারও কিনেছিল নীতা৷ এখবর পৌঁছায় অমিতের কাছে৷ সে একটি আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে দিদিকে হুমকি দেয়, প্রেমিকের সঙ্গে দেখা করলে তাকে খুন করা হবে।

আগ্নেয়াস্ত্র দেখেও দমার কোনো লক্ষণ দেখা যায়নি নীতার৷ নিজের সিদ্ধান্তে অনড় থাকে সে৷ মাথা উঁচু করে পরিস্কার জানিয়ে দেয় কোনোভাবেই সে ভয় পাবে না৷ কোনো বাধাই তাকে আটকাতে পারবে না৷ যে কোনো মূল্যে সে প্রেমিকের সঙ্গে দেখা করবে৷ একথা শোনার পর ক্রোধে উন্মত্ত ভাই অমিত তার দিদিকে লক্ষ্য করে গুলি চালায়৷ রক্তাক্ত অবস্থাতেও নীতা বলতে থাকে, সে তার প্রেমকে হেরে যেতে দেবে না৷ বছর কয়েক আগে শহরতলির নাদিয়ালে এরকমই নৃশংস এমন ঘটনা ঘটেছিল৷ প্রেমিককে মেনে নিতে না পেরে দাদা তার বোনকে খুন করেছিল৷ বোনের মুণ্ডু কেটে থানায় জমা দিয়েছিল৷ অনুশোচনার কোনও লক্ষণ সে ক্ষেত্রে দেখা যায়নি৷ হুগলির ঘটনাতেও ভাইয়ের মধ্যে অনুশোচনা হয়েছে বলে জানা যায়নি৷ তবে এদিন দিদিকে খুন করে রিষড়ার ভাই বাড়ি থেকে পালিয়েছে।

সূত্র: সংবাদ প্রতিদিনমন্তব্য