kalerkantho


প্রেমে ব্যর্থ হয়ে আত্মহত্যার ঘটনায় এগিয়ে উত্তর প্রদেশ

কালের কণ্ঠ অনলাইন   

১৪ ফেব্রুয়ারি, ২০১৭ ১৪:৪৩প্রেমে ব্যর্থ হয়ে আত্মহত্যার ঘটনায় এগিয়ে উত্তর প্রদেশ

লায়লি-মজনু থেকে রোমিও-জুলিয়েট। প্রেম দিবসে প্রেমিকের উদাহরণ টানতে এই নামগুলোই বার বার সামনে চলে আসে। তবে শুধুই উদাহরণে নয়। অনেকেই নিজের জীবন দিয়ে প্রমাণ দেন তার ভালোবাসার কথা।

কোথাও আবার, প্রেমিক বা প্রেমিকার কাছ থেকে আঘাত পেয়ে, জীবনকেই শেষ করে ফেলে অনেক। তথ্য বলছে, এ ব্যাপারে এগিয়ে ১৮ থেকে ২৫ বছরের কিশোর-কিশোরীই। জানা যায়, ভারতের উত্তর প্রদেশেই প্রেম আঘাত পেয়ে আত্মহত্যার সংখ্যা সবচেয়ে বেশি।

ভারতের রাষ্ট্রীয় অপরাধ রেকর্ড ব্যুরোর থেকে পাওয়া তথ্য অনুযায়ী, প্রেমে আঘাত পেয়ে আত্মহত্যার সংখ্যা সবচেয়ে বেশি উত্তর প্রদেশে। ২০১৫ সালে প্রেম সম্পর্কের কারণে ৩৮৩ জন আত্মহত্যা করেছে। এর পরেই রয়েছে তামিলনাড়ু। তামিলনাড়ুতে ২০১৫ সালে প্রেম সম্পর্কে জড়িয়ে ১৭৫ জন মানুষ আত্মহত্যা করেছেন।

উত্তর প্রদেশ, তামিলনাড়ির পর তৃতীয় স্থানে রয়েছে বিহার। প্রেমের সম্পর্কে জড়িয়ে ২০১৫ সালে এই রাজ্যে আত্মহত্যার সংখ্যা ১৪০ জন। বিহারের পরই রয়েছে গুজরাট। ২০১৫ সালে প্রেমের সম্পর্কে জড়িয়ে ১২০ জন মানুষ আত্মহত্যা করেছেন। তারপরেই রয়েছে মধ্যপ্রদেশ। ২০১৫ সালে এখানে আত্মহত্যার সংখ্যা ১০৯।মন্তব্য