kalerkantho


ফ্রান্সে তুষারচাপায় নিহত ৪

কালের কণ্ঠ অনলাইন   

১৪ ফেব্রুয়ারি, ২০১৭ ০৯:৪৬ফ্রান্সে তুষারচাপায় নিহত ৪

ফ্রান্সে তুষারচাপায় দুই কিশোরসহ চারজন নিহত হয়েছেন। মঙ্গলবার দেশটির টিগনেসে একটি স্কি রিসোর্টে এই ঘটনা ঘটে। দুর্ঘটনায় স্নোবোর্ডার ও তাদের নির্দেশক সবাই মারা যান। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
 
আলবার্টভিলের ডেপুটি প্রিফেক্ট নিকোলাস এএফপিকে বলেন, চারজন নিশ্চিতভাবেই মারা গেছেন। এই সংখ্যা আরো বাড়তে পারে। রিসোর্টের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এই ঘটনা ঘটে বলে সংবাদ সম্মেলনে জানান তিনি।
 
নিহতদের মধ্যে একজন ৪৮ বছর বয়সী তার ১৫ বছর বয়সী ও ১৯ বছর বয়সী ছেলে রয়েছেন। একজন অভিজ্ঞ স্নোবোর্ডারও মারা যান।মন্তব্য