kalerkantho


পাকিস্তানে বোমা নিষ্ক্রিয় করতে গিয়ে বিস্ফোরণে তিনজন নিহত

কালের কণ্ঠ অনলাইন   

১৪ ফেব্রুয়ারি, ২০১৭ ০১:৪০পাকিস্তানে বোমা নিষ্ক্রিয় করতে গিয়ে বিস্ফোরণে তিনজন নিহত

পাকিস্তানের লাহৌরে ভয়াবহ আত্মঘাতী বিস্ফোরণের দিনই বালুচিস্তানে বোমা নিষ্ক্রিয় করতে গিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। জানা গেছে, বালুচিস্তানের কোয়েটায় সারিয়াব রোডে করাচি বাসস্ট্যান্ডের কাছে একটি সেতুর নিচে বোমা নিষ্ক্রিয় করতে দিয়ে বম্ব ডিসপোজাল স্কোয়াডের প্রধানসহ আরও দুই কর্মকর্তার মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, স্থানীয়রা সেতুর নিচে সন্দেহজনক বস্তু থাকার বিষয়টি পুলিশকে জানান। এরপরই ঘটনাস্থলে বম্ব ডিসপোজাল স্কোয়াডকে ডাকা হয়। ঘটনাস্থলে ২০ কেজি ওজনের একটি বোমা পাওয়া যায়। সেটিকে নিষ্ক্রিয় করার সময় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

সূত্র: এবিপি আনন্দমন্তব্য