kalerkantho


তুর্কেমেনিস্তানে প্রেসিডেন্ট নির্বাচনে ফের জয়ী বেরডিমুখামেদভ

কালের কণ্ঠ অনলাইন   

১৩ ফেব্রুয়ারি, ২০১৭ ২১:৪৬তুর্কেমেনিস্তানে প্রেসিডেন্ট নির্বাচনে ফের জয়ী বেরডিমুখামেদভ

তুর্কেমেনিস্তানের বর্তমান প্রেসিডেন্ট গুরবাংগুলি বেরডিমুখামেদভ ফের সাত বছরের জন্য নির্বাচিত হয়েছেন। তিনি মোট ভোটের ৯৮ শতাংশ ভোট পেয়েছেন।
তুর্কেমেনিস্তানের রাজধানী অ্যাশগাবাতে সোমবার এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশন এ কথা জানায়। কমিশনের তথ্যানুযায়ী, নির্বাচনে ৯৭ শতাংশেরও বেশি ভোট পড়েছে। নির্বাচনে আরো আট জন প্রতিদ্বন্দ্বিতা করেন।
২০০৬ সালে তুর্কেমেনিস্তানের প্রথম প্রেসিডেন্ট সাপারমুরাত নিয়াজভের মৃত্যুর পর সাবেক দন্ত চিকিৎসক ও স্বাস্থ্য মন্ত্রী গুরবাংগুলি বেরডিমুখামেদভ প্রেসিডেন্টের দায়িত্ব নেন।
রোববার অ্যাশগাবাতের একটি স্কুলে নিজের ভোট প্রদানের সময় প্রেসিডেন্ট বলেন, এ ভোট আগামী সাত বছরের জন্য জনগণের ভাগ্য নির্ধারক হবে।
তিনি বলেন, ‘আমি নির্বাচিত হলে জনগণের কল্যাণে নেয়া আমাদের নীতিগুলো অব্যাহত থাকবে।’মন্তব্য