kalerkantho


'ওয়ান চায়না' নীতিতে সমর্থনের ওয়াদা ট্রাম্পের

কালের কণ্ঠ অনলাইন   

১০ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০'ওয়ান চায়না' নীতিতে সমর্থনের ওয়াদা ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের অনুরোধে 'ওয়ান চায়না' নীতিকে সমর্থন ও এর প্রতি সম্মান দেখানোর ওয়াদা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত বৃহস্পতিবার সন্ধ্যায় ফোনে কথা হয় চীন ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের মধ্যে। এ সময় চীনের 'ওয়ান চায়না' নীতিকে সমর্থন ও এর প্রতি সম্মান দেখানোর ওয়াদা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

ফোনালাপের পর পরই হোয়াইট হাউজের পক্ষ থেকে বলা হয়, 'দুই নেতার মধ্যে বেশ কিছু বিষয়ে কথা হয়েছে। শি জিনপিংকে 'ওয়ান চায়না'-এর ব্যাপারে সমর্থন ও সম্মান দেখানোর কথা দিয়েছেন ট্রাম্প।

হোয়াইট হাউজ আরও বলেছে, 'বৃহস্পতিবারের ফোনালাপ ছিল খুবই হৃদ্যতাপূর্ণ। যুক্তরাষ্ট্র ও চীনের প্রতিনিধিরা পারস্পরিক স্বার্থের বিভিন্ন ইস্যুতে সমঝোতা ও আলোচনায় যুক্ত থাকবেন।' ফোনালাপে দুই নেতা একে অপরকে নিজ নিজ দেশ সফরের আমন্ত্রণ জানান বলেও ওই বিবৃতিতে জানিয়েছে হোয়াইট হাউজ।

 উল্লেখ্য, চীন তাইওয়ানকে এখনও নিজের প্রদেশ বলে মনে করে। ১৯৭৯ সালের পর যুক্তরাষ্ট্র চীনের এই দাবিকে স্বীকৃতি দেয়। তখন থেকেই যুক্তরাষ্ট্র-চীন সম্পর্ক একগুচ্ছ প্রটৌকল অনুযায়ী চলছে, যাকে 'ওয়ান চায়না' পলিসি বলা হয়।মন্তব্য