kalerkantho


আটকে পড়া শতাধিক তিমি বাঁচানোর শেষ চেষ্টা

কালের কণ্ঠ অনলাইন   

১০ ফেব্রুয়ারি, ২০১৭ ১১:৩৭আটকে পড়া শতাধিক তিমি বাঁচানোর শেষ চেষ্টা

নিউজজিল্যান্ডের সমুদ্র উপকূলে আটকে পড়েছে শতাধিক তিমি। স্বেচ্ছাসেবীরা এ তিমিগুলোকে বাঁচানোর জন্য শেষ চেষ্টা করছেন। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে বিবিসি।
সামুদ্রিক তিমি প্রায়ই অজ্ঞাত কারণে সমুদ্রের উপকূলে চলে আসে। এ সময় পানির উচ্চতায় তারতম্যের সঙ্গে সঙ্গে এগুলো আটকে পড়তেও দেখা যায়। এ ধরনেরই এক ঘটনার শিকার হয়েছে নিউজিল্যান্ড উপকূলের শতাধিক পাইলট তিমি।

নিউজিল্যান্ডের ফেয়ারওয়েল স্পিটে এবার যে দুঃখজনক ঘটনার দেখা পাওয়া গেল, এ ধরনের বিপর্যয় সেখানে এর আগে দেখা যায়নি।

সংশ্লিষ্টরা বলছেন, চার শতাধিক তিমি নিউজিল্যান্ডের উপকূলে আটকে পড়ে। তাদের বাঁচাতে শত শত স্থানীয় লোক ও স্বেচ্ছাসেবক কাজ করছেন। তবে তাদের চেষ্টার পরও প্রায় তিন শ তিমি ইতিমধ্যেই মারা গেছে।

বিশেষজ্ঞরা বলছেন, তিমিরা ঠিক কোন কারণে উপকূলে এসে আটকে পড়ে তা জানা যায় না। তবে প্রায়ই এ ধরনের ঘটনায় প্রচুর তিমি মারা যেতে দেখা যায়। অনেক সময় একটি তিমি আটকে পড়লে সেখান থেকে সংকেত পেয়ে আরও তিমি এসে আটকে পড়ে।

নিউজিল্যান্ড সরকারের সংশ্লিষ্ট দপ্তর জানিয়েছে, তারা বৃহস্পতিবার রাতেই সেখানে তিমি আটকে থাকার সংবাদ পেয়েছে। এরপর শুক্রবার সকালে সেখানে উদ্ধার অভিযান শুরু হয়। তবে রাতে অভিযান শুরু করা হয়নি বিপদের আশঙ্কা মাথায় রেখে।মন্তব্য