kalerkantho


এবার দূষণ ঠেকাতে এক অনন্য উপায় বের করল চীন

কালের কণ্ঠ অনলাইন   

৮ ফেব্রুয়ারি, ২০১৭ ০১:১৩এবার দূষণ ঠেকাতে এক অনন্য উপায় বের করল চীন

প্রতিনিয়ত গড়ে উঠছে ‘মানব সভ্যতা’। গড়ে উঠছে ইট-পাথরের জঙ্গল। তার সঙ্গে বেড়ে চলেছে দূষণের মাত্রা। সেই দূষণমাত্রা আয়ত্তে রাখতে নানা প্রকল্প, নানা প্রযুক্তির সাহায্য নিচ্ছে বিশ্ববাসী।

আর সেখানেই যেন সকলকে ছাপিয়ে গেল চীন। বর্তমানে পৃথিবীর ছোট-বড় শহরগুলি বাড়ছে উচ্চতায়। কারণ, মাটিতে জায়গা কমছে দিনের পর দিন। তেমনই দুটি বহুতলের নির্মাণ কাজ চলছে চীনের নানজিং শহরে। নাম দেওয়া হয়েছে ‘নানজিং টাওয়ার’। একটি টাওয়ারের উচ্চতা ৬৫৬ ফুট ও অন্যটির ৩৫৪ ফুট। ২০১৮ সালে, দুটি টাওয়ারের নির্মাণকাজই শেষ হয়ে যাওয়ার কথা।

এমন বিল্ডিং, টাওয়ার বা অন্যান্য স্থাপত্য তৈরি হচ্ছে সারা দুনিয়ায়। নতুনত্ব বলতে, তাদের স্থাপত্যশৈল। কিন্তু নানজিং টাওয়ার দুটির অভিনবত্ব একেবারেই অন্য জায়গায়। ইতালীয় আর্কিটেক্ট, স্টেফানো বোয়েরি কৃত এই টাওয়ার জুড়ে থাকবে ১০০০-এরও বেশি গাছ ও ২৩ রকমের স্থানীয় গুল্ম, যার সংখ্যা ২৫০০। ‘ভার্টিকাল ফরেস্ট’ বা আকাশের দিকে গড়ে উঠে যাওয়া সবুজের এই বিপ্লব, এশিয়াতে এই প্রথম।

স্টেফানো বোয়েরি এর আগে মিলানে এমন বিল্ডিং তৈরি করেছেন ২০১৪ সালে, নাম ‘বস্কো ভার্টিকেল’।   

বিশেষজ্ঞদের মতে, নানজিং টাওয়ারের ৩০০০ গাছগাছালি, দিনে প্রায় ৬০ কিলোগ্রাম অক্সিজেন তৈরি করবে।

সূত্র: এবেলামন্তব্য