kalerkantho


আমিরাতে নতুন ভিসা ব্যবস্থার অনুমোদন; লাভবান হবে মেধাবীরা

আমিরাত প্রতিনিধি   

৭ ফেব্রুয়ারি, ২০১৭ ১৮:৩৫আমিরাতে নতুন ভিসা ব্যবস্থার অনুমোদন; লাভবান হবে মেধাবীরা

সংযুক্ত আরব আমিরাত সরকার নতুন ভিসা ব্যবস্থার অনুমোদন দিয়েছে। গত রবিবার দেশটির প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকুতম মন্ত্রীপরিষদ বৈঠকের পর তাঁর টুইটারে নতুন এই ভিসা ব্যবস্থা অনুমোদনের কথা নিশ্চিত করেছেন। আমিরাতের শিক্ষা, চিকিৎসা ও টুরিজম খাতগুলোতে মেধাবীদের আকৃষ্ট করতে নতুন এ ভিসা ব্যবস্থার অনুমোদন দিয়েছে সরকার।

গত রবিবার মন্ত্রিপরিষদের বৈঠকে সংযুক্ত আরব আমিরাতের ভাইস-প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও দুবাই'র শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকুতম নতুন এ ভিসা ব্যবস্থা চালুর অনুমোদন দিয়েছেন। বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী শেখ সাইফ বিন জায়েদ, উপপ্রধানমন্ত্রী ও প্রেসিডেন্সিয়াল এ্যাপায়ারমন্ত্রী শেখ মনসুর বিন জায়েদও উপস্থিত ছিলেন। শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকুতম টুইটারে বলেছেন, "নতুন এই ভিসা ব্যবস্থা চিকিৎসা, বিজ্ঞান ও গবেষণা খাতেও শীর্ষ মেধাবীদের আকৃষ্ট করবে।" তিনি আরও বলেন, "সংযুক্ত আরব আমিরাত সুযোগের ভূমি, আমাদের অর্থনীতিও ভবিষ্যতে শীর্ষ মেধাবীদের আকৃষ্ট করবে।" এ ভিসা নীতির আওতায় বিশেষ বিশেষ ক্যাটাগরিতে ভিজিট ভিসায় আমিরাতে অবস্হান করে কাজ করা যাবে।

সাধারণত ভিজিট ভিসায় এসে আমিরাতে কোন কাজ করা নিষেধ আছে।মন্তব্য