kalerkantho

মঙ্গলবার । ১৭ জানুয়ারি ২০১৭ । ৪ মাঘ ১৪২৩। ১৮ রবিউস সানি ১৪৩৮।


চীনে বিদ্যুৎ কেন্দ্র ধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৭৪

কালের কণ্ঠ অনলাইন   

২৫ নভেম্বর, ২০১৬ ২২:২৫চীনে বিদ্যুৎ কেন্দ্র ধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৭৪

চীনে একটি নির্মাণাধীন বিদ্যুৎ কেন্দ্র ধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৭৪ জনে দাঁড়িয়েছে। আজ শুক্রবার রাষ্ট্রীয় গণমাধ্যম এ কথা জানিয়েছে।

গতকাল বৃহস্পতিবার ভোরে চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংজি প্রদেশের গানেং ফেংচেং বিদ্যুৎ কেন্দ্রে এ দুর্ঘটনা ঘটে। একটি কুলিং টাওয়ারের ৭০ মিটারের বেশি (২৩০ ফুট) উঁচু মঞ্চ ধসে পড়ে।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, এখন পর্যন্ত এই দুর্ঘটনায় ৭৪ জনের মৃত্যু নিশ্চিত ও ২ জন আহত হয়েছে। এদের মধ্যে সবচেয়ে কম বয়সী লোকটির বয়স ২৩ বছর।

জিয়াংজি’র ভাইস গভর্নর লি ইহুয়াং ও অপর দুই কর্মকর্তা এক সংবাদ সম্মেলনে নিহতদের প্রতি সম্মান প্রদর্শন করেন।
এ সময় তারা নিহতদের শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, তারা এই দুর্ঘটনায় ‘অত্যন্ত দুঃখ পেয়েছেন। ’

টেলিভিশনের ফুটেজে উদ্ধার কর্মীদেরকে ঘটনাস্থল থেকে স্ট্রেচারে করে কমলা রঙের কাপড়ে মোড়া লাশ বের করে আনতে দেখা গেছে।


মন্তব্য