kalerkantho

বুধবার । ১৮ জানুয়ারি ২০১৭ । ৫ মাঘ ১৪২৩। ১৯ রবিউস সানি ১৪৩৮।


পকেটের ই-সিগারেট থেকে ঘটল বিস্ফোরণ

কালের কণ্ঠ অনলাইন   

২৫ নভেম্বর, ২০১৬ ২১:৪৮পকেটের ই-সিগারেট থেকে ঘটল বিস্ফোরণ

পকেটের সিগারেট থেকে ঘটল বিস্ফোরণ! অবিশ্বাস্য হলেও ঘটনাটি সত্যি। তবে শুধু তামাক এর কাগজের সিগারেট নয়, ই-সিগারেটের মধ্যে ঘটল বিস্ফোরণ। এ ঘটনাটি ঘটেছে স্ট্যাচু অফ লিবার্টির শহর নিউ ইয়র্কে।

নিউ ইয়র্কে মদের দোকানের এক কর্মী ওটিস গুডিং নিজের জামার পকেটে একটি ই-সিগারেট রেখেছিলেন। সহকর্মীদের সঙ্গে কথা বলছিলেন ওই কর্মী।  এরই মাঝে ঘটে দুর্ঘটনা।  

দোকানের সিসিটিভি ফুটেজ অনুসারে ওটিসের বুক থেকে আচমকা আগুনের ফুলকি বের হতে দেখা যায়। । তাঁর সহকর্মীরা ভয়ে অন্যত্রে সরে যেতে থাকে।  

এ ঘটনায় ওটিস গুডিংয়ের পা, ঊরু ও হাতের কিছু অংশ পুড়ে গেছে। গুরুতর জখম অবস্থায় তাকে নিউ ইয়র্কের ওয়েইল কর্নেল মেডিক্যাল সেন্টারের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
সূত্র: কলকাতা ২৪


মন্তব্য