পায়রার পর এবার বাজপাখি। তাও আবার প্রশিক্ষিত বাজপাখি। জম্মু কাশ্মীরে বা পাঞ্জাবে নয়, প্রশিক্ষিত বাজপাখি এবার ধরা পড়ল রাজস্থানে।
জানা গেছে, জয়্সলমীর আজ আচমকাই একটি বাজপাখি উড়ে আসে। বাজপাখিটি পাকিস্তান থেকে উড়ে এসেছে বলে জানায় সেনা। এবং, সেটিকে পাক সেনা বাহিনীই প্রশিক্ষণ দিয়েছে বলে জানা যায়। কিন্তু, ওই বাজপাখিটির শরীরে কোনও ট্রান্সমিটার পাওয়া যায়নি বলে খবর।
এদিকে, বৃহস্পতিবার ভোর সাড়ে ৩টা থেকে নিয়ন্ত্রণরেখায় গুলি চালাতে শুরু করে পাকিস্তান। রাজৌরির বিজি সেক্টরে গুলি চালানো শুরু করে পাকিস্তানি রেঞ্জার্সরা। মর্টারও ছোঁড়া হয় গ্রাম লক্ষ্য করে। পাকিস্তান মর্টার ছোঁড়া শুরু করলেই, সীমান্ত অঞ্চল থেকে স্থানীয়দের সরানোর কাজ শুরু করে সেনা ।
মন্তব্য
আলোচিত সংবাদ
ব্যাখ্যা ছাড়া সর্বসাধারণের পক্ষে কোরআন বোঝা সম্ভব নয়
আমাদের জাহিদ গুগলের ম্যানেজার
বিশ্বের যেসব দেশ ভ্রমণে ভিসা লাগে না...
সিগারেট তৈরির একটি মূল উপাদান ইঁদুরের বিষ্ঠা!
সারাদিন বিছানায় শুয়ে অন্যের রক্ত যোগাড় করেই দিন কাটে মিমের
সীমান্তে সেনা, অস্ত্রের মহড়া মিয়ানমারের