kalerkantho


প্রসাধন ছাড়া স্ত্রীকে দেখে ডিভোর্স!‌

কালের কণ্ঠ অনলাইন   

১৯ অক্টোবর, ২০১৬ ২৩:১৫প্রসাধন ছাড়া স্ত্রীকে দেখে ডিভোর্স!‌

প্রসাধন ধুয়ে গেলে যে বিয়েই ভেঙে যেতে পারে, সেটা ভেবেছেন কেউ?‌ এমনই এক বিচিত্র ঘটনার সাক্ষী রইল শারজা। কয়েকদিন আগেই বিয়ে করেছিলেন সংযুক্ত আরব আমিরাতের ৩৪ বছর বয়সী এক ব্যক্তি। বিয়ের পরে ঘুরতে গিয়েছিলেন শারজায়। সাঁতার কাটতে শারজার আল মাজমা বিচে যান। আর তখনই ঘটে বিপত্তি। পানিতে ওই মহিলার সমস্ত প্রসাধন ধু্য়ে যায়। আর বিনা প্রসাধনের স্ত্রীকে দেখেই চমকে ওঠেন ওই ব্যক্তি। এরপরেই বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নেন তিনি। তাঁর অভিযোগ, ওই মহিলা আসলে সুন্দর দেখতে ছিলেন না। বিয়ের আগে মেক আপ, নকল চোখের পাতা লাগিয়ে এবং কসমেটিক সার্জারি করে তাঁর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। তাই তাঁর সঙ্গে কোনও সম্পর্ক রাখতে চান না ওই ব্যক্তি। 


মন্তব্য