kalerkantho


তৃতীয় বিশ্বযুদ্ধ বাধলে বিশ্বের কোথায় আপনি নিরাপদ, জেনে নিন

কালের কণ্ঠ অনলাইন   

১৯ অক্টোবর, ২০১৬ ০৩:৫৯তৃতীয় বিশ্বযুদ্ধ বাধলে বিশ্বের কোথায় আপনি নিরাপদ, জেনে নিন

বিশ্বের একটা বড় অংশে উঠেছে যুদ্ধ যুদ্ধ রব। জাতীয়তাবাদের ধুয়া দিয়ে গদি বাঁচাতে কিছু রাষ্ট্রনেতা যুদ্ধ লাগাতে ব্যস্ত হয়ে পড়েছেন। অস্ত্র বিক্রিও বড় দায়। তা এহেন পরিস্থিতিতে তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যাওয়াটা অসম্ভব নয়। আর রাজায় রাজায় যুদ্ধ হলে উলুখাগড়াদের প্রাণহানিই ভবিতব্য। অতএব এখনই বাঁচার রাস্তা খোঁজাটাই বুদ্ধিমানের।

তৃতীয় বিশ্বযুদ্ধ লাগলে বিশ্বের কোথায় গেলে নিরাপদে, নির্ঝঞ্ঝাটে থাকা যাবে? আসুন সেই জায়গাগুলির সঙ্গে আগেভাগে পরিচয় সেরে ফেলা যাক।

১. আইসল্যান্ড
ছবির মতো সুন্দর এই দেশটির অবস্থান পৃথিবীর প্রত্যন্ত অংশেই বলা যায়। দেশটির অর্থনীতির অবস্থাও খারাপ নয়। প্রচুর মাছ। অতএব খাদ্যাভাব হওয়ার চিন্তা নেই। তৃতীয় বিশ্বযুদ্ধের কোনো প্রভাব পড়ার চান্স নেই।

২. আইল অফ লিউইস
স্কটল্যান্ডের এই দ্বীপ মেনল্যান্ড থেকে অনেকটাই দূরে। অর্থনৈতিক অবস্থাও ভালো। নির্ঝঞ্ঝাট।

৩. আন্টার্কটিকা
শুনতে একটু বিচিত্র লাগলেও, অত্যন্ত খারাপ পরিস্থিতিতে মাথা গোঁজার ঠাঁই হিসেবে মন্দ নয়। শীতের কামড় থাকলেও, একটু সইয়ে নিতে পারলে অন্তত যুদ্ধের কবল এড়ানো যাবে।

৪. কানসাস সিটি
মার্কিন যুক্তরাষ্ট্রের এই শহর অতি শান্তিপূর্ণ। চাষের জমিতে ঘেরা। খাদ্যাভাব নেই। যুদ্ধের প্রকোপও পড়ার ভয় নেই।

৫. ইউকন
কানাডার প্রত্যন্ত অঞ্চলে ছবির মতো সুন্দর প্রদেশ ইউকন। গ্রাম্য জীবন, খাবারের অভাব নেই, অত্যন্ত শান্তিপূর্ণ।

৬. কেপটাউন
দক্ষিণ আফ্রিকার ধনীতম শহর। পশ্চিমী অশান্তি থেকে এই শহরকে যতটা সম্ভব দূরেই রেখেছে দক্ষিণ আফ্রিকা। তৃতীয় বিশ্বযুদ্ধের প্রভাব থেকে মুক্ত থাকারই সম্ভাবনা প্রবল।

সূত্র: এই সময়


মন্তব্য