kalerkantho


ভুবনেশ্বরে হাসপাতালে আগুন, মৃত কমপক্ষে ২২

কালের কণ্ঠ অনলাইন   

১৭ অক্টোবর, ২০১৬ ২৩:৪৩ভুবনেশ্বরে হাসপাতালে আগুন, মৃত কমপক্ষে ২২

ভারতে একটি বেসরকারি হাসপাতালে আগুনে কমপক্ষে ২২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আজ সোমবার সন্ধ্যায়
ভারতের ওড়িশা রাজ্যের ভুবনেশ্বরের এসআইএম নামে একটি বেসরকারি হাসপাতালে আগুন লাগে। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

দমকল সূত্রের খবর, এদিন সন্ধে সাড়ে ৭টা নাগাদ হাসাপাতালের দোতলায় ডায়ালিসিস ওয়ার্ডে প্রথম ধোঁয়া দেখা যায়। ওই ওয়ার্ডে তখনই প্রায় ৩০ জনের বেশি রোগী ছিলেন। এরপরই আগুন ছড়িয়ে পড়তে শুরু করে হাসপাতালের অন্যান্য অংশে। দমকল কর্মকর্তা বিনয় বেরার কথায়, 'আগুন নেভাতে দমকলকর্মীরা প্রাণপণ চেষ্টা চালাচ্ছেন। অনেকগুলি ইঞ্জিন কাজ করছে। তবে ঠিক কী ভাবে আগুন লাগল, তা এখনও বোঝা যাচ্ছে না।' তবে হাসপাতালকর্মীদের কয়েকজনের দাবি, শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে।


মন্তব্য