kalerkantho


‘মানুষ বন্ধু’কে বাঁচাতে কী করল এই হাতি (দেখুন ভিডিওটি)

কালের কণ্ঠ অনলাইন   

১৭ অক্টোবর, ২০১৬ ২৩:৩০‘মানুষ বন্ধু’কে বাঁচাতে কী করল এই হাতি (দেখুন ভিডিওটি)

হাতি মেরে সাথী… ডুবন্ত বন্ধুকে বাঁচাতে এগিয়ে এল এই হস্তি শাবক। উত্তর থাইল্যান্ডের ‘এলিফ্যান্ট নেচার পার্ক’-এ ক্যামেরাবন্দি হয়েছে এই মুহূর্ত।

বাচ্চা হাতিটির নাম খাম লা। প্রশিক্ষক ড্যারিকের সঙ্গে খুবই বন্ধুত্ব তার। দলের সঙ্গেই ঘুরে বেড়াচ্ছিল খাম। হঠাৎই সে দেখে পানির তোড়ে ভেসে যাচ্ছে তার প্রশিক্ষক ড্যারিক। খাম ভাবে ডুবে যাচ্ছে তার বেস্ট ফ্রেন্ড। সেই মুহূর্তে ড্যারিককে বাঁচাতে পানিতে নেমে পড়ে সেও। দ্রুত সাঁতরে এসে শুঁড়ে পেঁচিয়ে নেয় ড্যারিককে।

বন্ধুত্বের অসাধারণ এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল।

দেখুন ভিডিওটি

সূত্র: এবিপি আনন্দ


মন্তব্য