kalerkantho


সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে ওঠা প্রশ্নের জবাব দেবে ভারতীয় সেনা

কালের কণ্ঠ অনলাইন   

১৭ অক্টোবর, ২০১৬ ২১:০৭সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে ওঠা প্রশ্নের জবাব দেবে ভারতীয় সেনা

সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে ওঠা হাজারো প্রশ্নের এবার জবাব দিতে চলেছে ভারতীয় সেনা। একই সঙ্গে সেনার বিরুদ্ধে ওঠা প্রশ্নেরও রাহুল গান্ধী সহ ৩১ জন এমপিকে জবাব দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 

জানা গিয়েছে, সার্জিক্যাল স্ট্রাইক বিস্তারিত তথ্য রাহুল গান্ধীর পাশাপাশি ৩১ জন এমপির কাছে তুলে ধরবেন তিন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের সচিবসহ ডিজিএমও (ডাইরেক্টর জেনারেল অব মিলিটারি অপারেশন)।
 
রাজনৈতিকমহলের মতে, সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে প্রশ্ন তুলেছিল কংগ্রেসসহ বেশ কয়েকটি রাজনৈতিক দল। কার্যত তাদের মুখের ওপর জবাব দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আগামীকাল মঙ্গলবার বিদেশ বিষয়ক সংসদীয় কমিটির কাছে ভারত-পাকিস্তান সম্পর্ক তো বটেই, নির্দিষ্ট করে গত ২৮ সেপ্টেম্বর হয়ে যাওয়া সার্জিকাল স্ট্রাইকের বিষয়টি তুলে ধরবেন বিদেশ সচিব এস জয়শংকর, প্রতিরক্ষা সচিব জি মোহনকুমার এবং স্বরাষ্ট্র সচিব রাজীব মহর্ষি। থাকবেন ডিজিএমও রণবীর সিং।

আগামীকালে ওই বৈঠকে সার্জিকাল স্ট্রাইক নিয়ে কংগ্রেস অনেক বেশি তথ্য জানার ওপর জোর দেবে বলে জানা গিয়েছে। কারণ, এক তো কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধী ওই কমিটির সদস্য। সর্বোপরি কমিটির চেয়ারম্যানও কংগ্রেসের লোকসভার এমপি শশী থারুর। তাই মনে করা হচ্ছে, চেয়ারম্যান চাপ দিলে মন্ত্রণালয়ের সচিব এবং আমলারা কখনই ঘটনার সত্য এড়াতে পারবেন না। ফলে সেই হিসাবে বলা যেতে পারে, এই প্রথম সার্জিকাল স্ট্রাইক নিয়ে এমপিদের কাছে ছবিটা অনেকটা স্পষ্ট হবে। 

এ ঘটনার দুই দিন আগে প্রতিরক্ষা সংক্রান্ত সংসদীয় কমিটির বৈঠকেও সার্জিকাল স্ট্রাইক প্রসঙ্গ উঠেছিল। ভাইস চিফ অব আর্মি স্টাফ লেফন্যান্ট জেনারেল বিপিন রাওয়াত কমিটির কাছে বিষয়টি জানান। কিন্তু কমিটির চেয়ারম্যান বিজেপির বি সি খাণ্ডুরি তা নিয়ে বিশদ কোনও ব্যাখ্যায় যেতে দেননি। কোনও এমপিকে প্রশ্নও করতে দেওয়া হয়নি। তাই মঙ্গলবারের বৈঠক অনেক বেশি গুরুত্বপূর্ণ বলেই ওয়াকিবহাল মহলের মত। কমিটিতে সিপিএমের মহম্মদ সেলিম, টিএমসি’র সুগত বসু, মুমতাজ সংঘমিতার মতো তৃণমূলের এমপিরাও রয়েছেন।
সূত্র-কলকাতা ২৪


মন্তব্য