kalerkantho


হ্রদের জলে ভেসে বেড়াচ্ছে ‘ভুতুড়ে জাহাজ’ (ভিডিও)

কালের কণ্ঠ অনলাইন   

১৭ অক্টোবর, ২০১৬ ১৭:৪৭হ্রদের জলে ভেসে বেড়াচ্ছে ‘ভুতুড়ে জাহাজ’ (ভিডিও)

সম্প্রতি ইউটিউবে আপলোড করা একটি ভিডিও নিয়ে তোলপাড় পড়ে গিয়েছে ইন্টারনেটে। মার্কিন যুক্তরাষ্ট্রের বিখ্যাত গ্রেট লেকগুলির অন্যতম লেক সুপিরিয়র-এ তোলা এই ভিডিও-তে এক আবছা অবয়ব দেখা গেছে, যাকে গোস্ট শিপ বা ভুতুড়ে জাহাজ বলে দাবি করছেন আপলোডার-সহ শেয়ারকারী সকলেই।

মাত্র এক মিনিট সময়দৈর্ঘ্যের এই ভিডিওটি পোস্ট করেন জ্যাসন অ্যাসেলিন নামের জনৈক ব্যক্তি। সাদা ঢেউয়ের উপরে ভেসে থাকে দুটি প্রকাণ্ড অবয়ব এই ভিডিও-য় আবছা ভাবে দেখা যাচ্ছে। জ্যাসনের দাবি এটি ভৌতিক জাহাজ। কারণ, লেক সুপিরিয়র ‘জাহাজের কবরখানা’ নামে পরিচিত। এখানে প্রায় ৫৫০টি জাহাজের সলিল সমাধি ঘটেছে আবহমানকালে। তাদের মধ্যে একটিই কি ভেসে উঠল হ্রদের জলে? সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ভাইরাল হয়ে গেলে শুরু হয় বাদানুবাদ। অনেকেই বলতে শুরু করেন, এটি আসলে ‘ফাটা মরাগানা’ নামের এক জলীয় মরীচিকা।

অন্যদিকে, এরই সূত্র ধরে আরও সব গোলমালে ভিডিও আসতে শুরু করে মিশিগান অঞ্চল থেকে। ইউটিউবে জমে ওযে ‘ভুতুড়ে জাহাজ’-এর প্রতিযোগিতা। এবেলা

 


মন্তব্য