kalerkantho

শনিবার । ১০ ডিসেম্বর ২০১৬। ২৬ অগ্রহায়ণ ১৪২৩। ৯ রবিউল আউয়াল ১৪৩৮।


এবার কসৌলি সাহিত্য উৎসব থেকে বাদ পাক লেখকরা

কালের কণ্ঠ অনলাইন   

১৭ অক্টোবর, ২০১৬ ০১:৫৯এবার কসৌলি সাহিত্য উৎসব থেকে বাদ পাক লেখকরা

অভিনয়ের জগৎ থেকে এবার নিষেধাজ্ঞার কোপ সাহিত্যের আঙিনায়। সাম্প্রতিক ভারত-পাক সম্পর্কের অবনতির জেরে কসৌলি লিট ফেস্ট থেকে বাদ পড়লেন পাকিস্তানের সাহিত্যিকরা।

কসৌলি লিট ফেস্টে পাক সাহিত্যিকদের ব্রাত্য করলেন আয়োজকরা। উল্লেখ্য, ওই সাহিত্য সম্মেলনের আয়োজকমণ্ডলীর মধ্যে রয়েছেন প্রয়াত লেখক খুশবন্ত সিংয়ের ছেলে রাহুল সিং। এই প্রসঙ্গে তিনি জানান, গত পাঁচ বছরে এই প্রথম এই উত্‍সবে কোনো পাক সাহিত্যিক উপস্থিত থাকবেন না। তাঁর যুক্তি, নিরাপত্তাজনিত কারণেই পাকিস্তানি সাহিত্যিকদের এ বছর আমন্ত্রণ জানানো হয়নি।

প্রসঙ্গত, খুশবন্ত স্বয়ং পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের হাদালিতে জন্মগ্রহণ করেন। তাঁর শৈশবও সেখানেই কাটে।

ভারত ও পাকিস্তানের সাহিত্যিক মহলে কসৌলি লিটারারি ফেস্ট অত্যন্ত জনপ্রিয়। প্রয়াত খুশবন্ত সিংয়ের স্মৃতিতে এই উত্‍সব শুরু হয়। আয়োজকরা জানিয়েছেন, পাকিস্তানে এই বছর এমনই এক সাহিত্য উত্‍সব আয়োজিত হয়েছে। সেখানে কোনো ভারতীয় সাহিত্যিক আমন্ত্রণ পাননি।

সূত্র: এই সময়


মন্তব্য