kalerkantho

রবিবার । ১৯ ফেব্রুয়ারি ২০১৭ । ৭ ফাল্গুন ১৪২৩। ২১ জমাদিউল আউয়াল ১৪৩৮।


বউয়ের সঙ্গে ঝগড়া ট্রাম্পের?‌

কালের কণ্ঠ অনলাইন   

১৭ অক্টোবর, ২০১৬ ০১:০৬বউয়ের সঙ্গে ঝগড়া ট্রাম্পের?‌

ডোনাল্ড ট্রাম্পের নামে নানা কুৎসা, বেশিরভাগটাই নারী ঘটিত। তাতেই সংকটে পড়েছে আমেরিকার প্রেসিডেন্ট পদপ্রার্থী ট্রাম্পের দাম্পত্য? এক সপ্তাহে ৯ জন জনপ্রিয় নারী যৌন হয়রানির অভিযোগ করেছেন ট্রাম্পের নামে‌। সম্ভবত সেই পাপ মুছনে শুক্রবার সকাল সকাল স্ত্রী মালেনা ট্রাম্পকে নিয়ে সেন্ট পিটার্স চার্চে হাজির হলেন ট্রাম্প। ভেতরে কি হয়েছে জানা নেই, তবে সস্ত্রীক চার্চে যাওয়ার ঘটনাটি নাকি একেবারেই গোপন রাখা হয়েছিল।

কেউ কেউ বলছে, ট্রাম্পের স্ত্রী নাকি খুব রেগে গেছেন এসব ঘটনায়। ঈশ্বরের সামনে সত্যি কথা বলবেন ট্রাম্প, এই বিশ্বাসে তাঁকে নিয়ে চার্চে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সেখানে দুধ কা দুধ, পানি কা পানি হবে সব। আগামী মঙ্গলবার শেষ বারের জন্য প্রেসিডেন্সিয়াল ডিবেটে নামবেন হিলারি ও ট্রাম্প। সেখানে বেশ কিছুটা চাপেই থাকবেন রিপাবলিকান প্রার্থী। তার আগে কিছুটা চাপ হালকা করতেই ঈশ্বরের কাছে মনের কথাটা বউয়ের সামনে বলে এলেন ট্রাম্প।

সূত্র: আজকাল


মন্তব্য