kalerkantho


মর্মান্তিক, বিকল লিফটের কবলে পড়ে কোলের শিশুর মৃত্যু

কালের কণ্ঠ অনলাইন   

১৫ অক্টোবর, ২০১৬ ০৪:৩৩মর্মান্তিক, বিকল লিফটের কবলে পড়ে কোলের শিশুর মৃত্যু

হাফিয়া ভেবেছিলেন লিফট এসে গেছে। তাই দরজা খুলতেই দেড় মাসের বাচ্চার প্যারাম্বুলেটার ঠেলার পর বুঝতে পারেন সেখানে লিফট নেই। তখন সেটা আটকে রয়েছে ৮ ফ্লোর নিচে। তবে ততক্ষণে দুর্ঘটনা যা ঘটার তা হয়ে গেছে। কোলের শিশুটি লিফটের ফাঁক গলে সটান নিচে গিয়ে পড়ে।

ঘটনাটি ঘটেছে আমেরিকার ব্রুকলিনে। সেখানকার বে পার্ক হাউজিংয়ে এমন ঘটনা নতুন নয়। সেখানকার বাসিন্দারা জানাচ্ছেন, গত কয়েক দশক ধরে এই সমস্যা বহু মানুষ দুর্ঘটনার কবলে পড়েন। এর আগেও প্রায় আড়াই দশক আগে এমনভাবেই একজন প্রাণ হারান। গত জানুয়ারিতেও একটি বাচ্চা প্রাণ হারায় এই বিকল লিফটের ফলে।

২৯ বছর বয়সের হাফিয়া আলি সদ্য মা হয়েছে। বাচ্চাকে ঘোরাতে নিয়ে বের হবেন বলে ২৩তম ফ্লোরে লিফটের বোতম টেপেন তিনি। প্যারাম্বুলেটারে তখন দেড় মাসের ছোট্ট ফুটফুটে মেয়ে আরিজ। খানিক বাদে লিফটের দরজা খুলে যায়। কিছু না দেখেই প্যারাম্বুলেটার নিয়ে ভেতরে ঢুকতে গিয়ে বুঝতে পারেন লিফট সেখানে আসেনি। সেটি তখন ১৫তম ফ্লোরে দাড়িয়ে রয়েছে। তবে এর মধ্যে প্যারাম্বুলেটার থেকে বাচ্চাটি নিচে পড়ে যায়। দ্রুত হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি তাঁকে।

সূত্র: এই সময়


মন্তব্য