kalerkantho


থাইল্যান্ডে রাজার মৃত্যুতে শুক্রবার ছুটি ঘোষণা

কালের কণ্ঠ অনলাইন   

১৪ অক্টোবর, ২০১৬ ১৭:২৬থাইল্যান্ডে রাজার মৃত্যুতে শুক্রবার ছুটি ঘোষণা

থাইল্যান্ড সরকার রাজা ভূমিবল আদুলিয়াদেজের মৃত্যুতে শোক পালনের লক্ষ্যে দেশের সাধারণ জনগণের জন্য শুক্রবার সরকারি ছুটি ঘোষণা করেছে। গতকাল বৃহস্পতিবার ৮৮ বছর বয়সে মারা যান রাজা ভূমিবল।

রাজার মৃত্যুতে থাইল্যান্ড সরকার দেশে এক মাসের জন্য বিনোদনমূলক কর্মকাণ্ড বন্ধ রাখতে থাই নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন।

আজ শুক্রবার রাজার মরদেহটি সিরিরাজ হাসপাতাল থেকে গ্র্যান্ড প্যালেসে আনা হচ্ছে।

এদিকে রাজার প্রতি শোক জানাতে অনেক নাগরিক আজ সিরিরাজ হাসপাতাল, গ্র্যান্ড প্যালেস ও অন্যান্য স্থানে যাবে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, তিনি বিশ্বে সবচেয়ে বেশি সময় ৭০ বছর ধরে সিংহাসনে অধিষ্ঠিত ছিলেন। থাইল্যান্ডের নাগরিকরা প্রিয়ভাজন রাজার প্রতি শ্রদ্ধা জানাতে সামাজিক যোগাযোগের মাধ্যমে তাদের প্রোফাইলের রং সাদাকালো করে নিয়েছে।


মন্তব্য