kalerkantho


জাতিসংঘে মহাসচিব পদে চূড়ান্ত নিয়োগ পেলেন গুতেরেস

কালের কণ্ঠ অনলাইন   

১৪ অক্টোবর, ২০১৬ ১২:২৫জাতিসংঘে মহাসচিব পদে চূড়ান্ত নিয়োগ পেলেন গুতেরেস

জাতিসংঘে মহাসচিব পদে নিয়োগ পেলেন পতুর্গালের সাবেক প্রধানমন্ত্রী অ্যান্টনিও গুতেরেস। সাধারণ পরিষদের ১৯৩টি সদস্য দেশ সংস্থার পরবর্তী মহাসচিব হিসেবে তার নিয়োগ অনুমোদন করেছে। সাধারণ পরিষদের সভাপতি পেটার থম্পসন প্রস্তাবটি উত্থাপন করে বলেন, সদস্যরা এ প্রস্তাব বিপুল করতালির মাধ্যমে অনুমোদন করতে চান। এ সময় কূটনীতিকরা বিপুল করতালিতে গুতেরেসের নিয়োগ অনুমোদন করেন। খবর এপির।
৬৭ বছর বয়সী গুতেরেস জাতিসংঘের উদ্বাস্তু সংস্থার প্রধান পদে ১০ বছর দায়িত্ব পালন করেন। তিনি ১৯৯৫ সাল থেকে ২০০২ সাল পর্যন্ত পর্তুগালের প্রধানমন্ত্রী ছিলেন। ১ জানুয়ারি তিনি বর্তমান মহাসচিব বান কি মুনের স্থলাভিষিক্ত হবেন।
ছয় দফা অনানুষ্ঠানিক ভোটের পর গত সপ্তাহে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ তাকে মনোনয়ন দেয়। গুতেরেস প্রতি দফাতেই শীর্ষে ছিলেন। জাতিসংঘের শীর্ষ কূটনীতিকের পদে প্রার্থী ছিলেন ১৩ জন, যাদের ৬ জন নারী।


মন্তব্য