kalerkantho

রবিবার। ৪ ডিসেম্বর ২০১৬। ২০ অগ্রহায়ণ ১৪২৩। ৩ রবিউল আউয়াল ১৪৩৮।


আইফোন কেনার জন্য ৪০ দিনের শিশু বিক্রির বিজ্ঞাপন অনলাইনে

কালের কণ্ঠ অনলাইন   

১৪ অক্টোবর, ২০১৬ ০৯:১১আইফোন কেনার জন্য ৪০ দিনের শিশু বিক্রির বিজ্ঞাপন অনলাইনে

এর আগে মজা করে বউকে অনলাইনে বিক্রির বিজ্ঞাপন দিতে দেখা গেছে। শাশুড়িকে বেচার বিজ্ঞাপন দিয়েছেন বউমা।

বেiজিংয়ে আইফোন কেনার জন্য নিজের ১৮ দিনের কন্যা সন্তানকে অনলাইনে বিক্রির অভিযোগ উঠেছিল বাবার বিরুদ্ধে। এবার ৪০ দিনের কন্যাসন্তানকে অনলাইন সেলিং সাইটে বিক্রির বিজ্ঞাপন দেওয়া হল জার্মানিতে।

সাইটে প্রকাশিত বিজ্ঞাপন অনুযায়ী, ঘটনাটি জার্মানির উত্তর রাইনের ওয়েস্টফালিয়া এলাকার। নিজের একমাসের শিশুকন্যার ছবি দিয়ে বিক্রির বিজ্ঞাপন দেওয়া হয়েছিল ওই সাইটটিতে। বিষয়টি নিয়ে সোশাল মিডিয়ায় বিতর্কের ঝড় ওঠে। তারপরে নড়েচড়ে বসে সেলিং সংস্থাটি।

ঘটনাটি সম্পর্কে জানতে পেরে ৩০ মিনিটের মধ্যে ওয়েবসাইট কর্তৃপক্ষ বিজ্ঞাপনটি সরিয়ে নেয়। তবে এই অল্প সময়ের মধ্যে শিশুটির দাম উঠেছিল ৪,৫০০ পাউন্ড। যার ভারতীয় মূল্য তিন লাখ সাতষট্টি হাজারেরও বেশি। অনলাইন সাইটটির তরফে জানানো হয়েছে, “আমরা বিজ্ঞাপনটি নিয়ে একাধিক অভিযোগ পাই। তারপরই সেটি তুলে দিই। এনিয়ে তদন্তে হলে আমরা সাহায্য করব।   বিষয়টি কি সত্যি, না গুজব, খতিয়ে দেখছে পুলিশ। সেই সঙ্গে খোঁজ চলছে অভিযুক্তরও।


মন্তব্য