kalerkantho

সোমবার । ৫ ডিসেম্বর ২০১৬। ২১ অগ্রহায়ণ ১৪২৩। ৪ রবিউল আউয়াল ১৪৩৮।


ভারতে মঞ্চে বার ড্যান্সারের সঙ্গে উদ্দাম নাচ পুলিশের

কালের কণ্ঠ অনলাইন   

১৩ অক্টোবর, ২০১৬ ১৯:৪০ভারতে মঞ্চে বার ড্যান্সারের সঙ্গে উদ্দাম নাচ পুলিশের

আইনের রক্ষক পুলিশ নাকি বার ডান্সারের পার্টনার? নাচ দেখে তা বোঝা মুশকিল। পুলিশকে আদর্শ বলে মনে করেন অনেকেই।

অথচ ভারতের সেই পুলিশ কর্মরতদের কয়েকজনকে দেখা গেল বার ডান্সারের সঙ্গে খোলা মঞ্চে নাচতে। মঞ্চের সামনে থেকে ভেসে এল কটূক্তি, শিষধ্বনি। কিন্তু তাতে কী? কোনও হেলদোল নেই সেই আইনের রক্ষকদের। বার ডান্সার তরুণীর সঙ্গে তালে তাল দিয়ে কোমর দোলালেন তাঁরা। দশহরার দিন ঘটনাটি ঘটেছে ভারতের বিহারের ভোজপুর জেলার আরায়।

জানা গেছে, দশমী উপলক্ষে কোহলবর চকের একটি সংস্থা একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিল। সেখানে ডাকা হয়েছিল বেশ কয়েকজন বার ডান্সারকে। মঞ্চে চটুল গানে নাচ করছিলেন বার ডান্সাররা। আর সেই মঞ্চে উঠে নাচতে শুরু করে পুলিশও। তবে শুধু নাচ করেই ক্ষান্ত থাকেননি ওই পুলিশকর্মীরা। ডান্সারকে লক্ষ্য করে টাকা ওড়াতেও দেখা যায় তাঁদের। সোশাল মিডিয়ায় ভাইরাল হতেও সময় নেয়নি ঘটনাটি। ফলে উঠেছে নিন্দার ঝড়।

এদিকে ঘটনা সামাল দিতে মাঠে নেমেছে পুলিশ। ভোজপুর জেলার পুলিশ সুপারকে ইতিমধ্যেই তদন্তের নির্দেশ দিয়েছেন আইজি। অভিযুক্তদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের নির্দেশও দেওয়া হয়েছে।  


মন্তব্য