kalerkantho


থাইল্যান্ডের রাজা ভুমিবল মারা গেছেন

কালের কণ্ঠ অনলাইন   

১৩ অক্টোবর, ২০১৬ ১৮:২৭থাইল্যান্ডের রাজা ভুমিবল মারা গেছেন

বিশ্বের সবচেয়ে দীর্ঘ সময় সিংহাসনে থাকা থাইল্যান্ডের রাজা ভুমিবল আদুলিয়াদে ৮৮ বছর বয়সে মারা গেছেন।
গত কদিন ধরে রাজা ভুমিবল গুরুতর অসুস্থ অবস্থায় ছিলেন। কিছুক্ষণ আগে রাজপ্রাসাদ থেকে তাঁর মৃত্যুর খবর ঘোষণা করা হয়েছে।
১৯৪৬ সাল থেকে অর্থাৎ গত সাত দশক ধরে থাই জনগণ তাঁকে জাতীয় ঐক্যের প্রতীক হিসাবে সম্মান করেছেন।

বৃহস্পতিবার থাই রাজপ্রাসাদ থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, মহামান্য রাজা সিরিরাজ হাসপাতালে শান্তিতে না ফেরার দেশে চলে গেছেন। তার মৃত্যুর পরে থাই পার্লামেন্টে একটি বিশেষ অধিবেশন হওয়ার কথা রয়েছে। থাইল্যান্ডে ব্যাপকভাবে সম্মানিত ভূমিবলকে সেনা অভ্যুত্থান ও রাজনৈতিক সংকটের ত্রাতা হিসেবে বিবেচিত হতেন। সাম্প্রতিক সময়ে বেশ অসুস্থ ছিলেন তিনি এবং খুব কম সময় জনসম্মুখে এসেছেন। 
 
ভূমিবলের পরে থাই সিংহাসনে বসার কথা ৬৩ বছর বয়সী যুবরাজ ভাজিরালংকর্নর। পিতার মতো অবশ্য তিনি অতটা জনপ্রিয় নয়। থাইল্যান্ডের আইনানুযায়ী দেশটির সিংহাসনে কে বসবে সেটা নিয়ে আলোচনা শাস্তিযোগ্য অপরাধ। বর্তমান অস্থিতিশীল পরিস্থিতিতে এটি হবে গুরুত্বপূর্ণ পরিবর্তন।


মন্তব্য