ভারতে চার বছরের ছেলেকে হত্যার অভিযোগে বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্তের নাম মধুকর ওয়াংখেদে। পেশায় মৎস্যজীবী মধুকরের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন তার স্ত্রী পুস্পা। পুলিশ জানিয়েছে, হত্যার পর ছেলের শরীরের বিভিন্ন অংশ টুকরো টুকরো করে কেটে একটি প্লাস্টিকের ব্যাগে ভরে স্ত্রীর হাতে দেয় মধুকর। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, ঘটনাটি ঘটেছে সোমবার মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে।
ওই দিন রাতে মধুকর ও পুস্পার মধ্যে ঝগড়া হয়। বাড়ি আর ফিরবে না জানিয়ে একসময় রাগের মাথায় চার বছরের ছেলে ওমকে নিয়ে বেরিয়ে যায় মধুকর। ছেলেকে ছাড়াই ঘণ্টা দুয়েক বাদে ফিরেও আসে সে। এদিকে স্ত্রী ছেলের কথা জানতে চাইলে আবার ঘর থেকে বেরিয়ে কিছুক্ষণের মধ্যে ছেলের টুকরো লাশের একটি ব্যাগ নিয়ে ফেরে। মধুকর স্ত্রীকে জানায়, রেললাইন দিয়ে হাঁটার সময় চলন্ত ট্রেনের সামনে পড়েই টুকরো হয়ে গেছে ছেলে।
এদিকে, সেই রাতেই ঔরঙ্গাবাদ থেকে ৩৫ কিলোমিটার দূরের শিলেগাঁও থানায় স্বামীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ওই মহিলা। যদিও ছেলে হত্যার দায় অস্বীকার করেছে বাবা। তার দাবি, ঘটনার রাতে বাড়ি থেকে বেরিয়ে লাসুর রেললাইন দিয়ে হাঁটার সময় তার হাত থেকে রেললাইনের ওপরই ছিটকে পড়ে ওম। মুহূর্তের মধ্যেই ওমের ছোট্টো শরীরের ওপর দিয়ে ট্রেন চলে যাওয়াতেই এই দুর্ঘটনা ঘটে।
মন্তব্য
আলোচিত সংবাদ
ব্যাখ্যা ছাড়া সর্বসাধারণের পক্ষে কোরআন বোঝা সম্ভব নয়
আমাদের জাহিদ গুগলের ম্যানেজার
বিশ্বের যেসব দেশ ভ্রমণে ভিসা লাগে না...
সিগারেট তৈরির একটি মূল উপাদান ইঁদুরের বিষ্ঠা!
সারাদিন বিছানায় শুয়ে অন্যের রক্ত যোগাড় করেই দিন কাটে মিমের
সীমান্তে সেনা, অস্ত্রের মহড়া মিয়ানমারের