kalerkantho


টোকিওতে ব্ল্যাকআউট, অন্ধকারে পুরো শহর

কালের কণ্ঠ অনলাইন   

১৩ অক্টোবর, ২০১৬ ১০:৩২টোকিওতে ব্ল্যাকআউট, অন্ধকারে পুরো শহর

জাপানের রাজধানী টোকিওতে ব্ল্যাকআউটের জেরে বুধবার সন্ধ্যার সময় অন্ধকারে আচ্ছন্ন ছিল প্রায় সাড়ে তিন লাখ বাসা-বাড়ি ও অফিস। যা নিয়ে ক্ষুদ্ধ টোকিওবাসী। কী কারণে এমনটি ঘটেছে, সেই রহস্য বের করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে দেশটির বিদ্যুৎ সরবরাহ সংস্থা টিইপিসিও।

স্থানীয় গণমাধ্যমের মতে, বুধবার সন্ধ্যার দিকে টোকিওর নিজা শহরের একটি সাবস্টেশন থেকে কালো ধোঁয়া বের হতে দেখা যায়। পরে মুহূর্তের মধ্যেই অন্ধকারে ডুবে যায় পুরো টোকিও শহর। পুলিশ, ভূমি, পরিবহন ও পররাষ্ট্র দপ্তরের মতো সরকারি অফিসও এ ব্ল্যাকআউটের কবলে পড়ে।

ঘটনার পর ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ব্ল্যাকআউটের ফলে অনেকে লিফটে আটকে পড়েন। তাদের উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় কেউ আহত হননি। সরকারের পক্ষ থেকে বিষয়টি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

 


মন্তব্য