kalerkantho

শনিবার । ৩ ডিসেম্বর ২০১৬। ১৯ অগ্রহায়ণ ১৪২৩। ২ রবিউল আউয়াল ১৪৩৮।


স্ত্রীর পচাগলা দেহ নিয়ে কয়েকটা দিন কাটিয়ে দিলেন স্বামী

কালের কণ্ঠ অনলাইন   

১২ অক্টোবর, ২০১৬ ১৮:৫৪স্ত্রীর পচাগলা দেহ নিয়ে কয়েকটা দিন কাটিয়ে দিলেন স্বামী

স্ত্রীর পচাগলা মৃতদেহের সঙ্গে একই ঘরে বাস বছর ৯০ বছরের স্বামীর। এ ঘটনাটি দিল্লির কালকাজি এলাকার।

পুলিশ সূত্রে খবর, গোবিন্দ রাম জেঠানি নামে ওই ব্যক্তির বাড়ি থেকে পচা দুর্গন্ধ পেয়ে প্রতিবেশীদের সন্দেহ হয়। ভিতরে এসে দেখেন, ঘরে বিছানায় ঘুমাচ্ছেন গোবিন্দ বাবু। মেঝেতে পড়ে রয়েছে তাঁর স্ত্রীর মৃতদেহ। সেটিতে পচন ধরেছে। বেরোচ্ছে দুর্গন্ধও। এসব দেখে পুলিশে খবর দেন তাঁরা।  

পুলিশের অনুমান, কয়েকদিন আগেই মৃত্যু হয়েছে তাঁর স্ত্রী।

সূত্র আরো জানায়, একই সঙ্গে সফদরজঙ্গে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় গোবিন্দ বাবুকে। অপুষ্টিজনিত রোগে ভুগছিলেন তিনি।  

পুলিশ জানিয়েছে, গোবিন্দের শরীরের অবস্থা ভালো নয়। তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছে ।

জানা গিয়েছে, গোবিন্দ একটি বেসরকারি সংস্থায় চাকরি করতেন। শেষ বয়সে পেনশনের টাকাতেই তাঁদের সংসার চলছিল। দম্পতি নিঃসন্তান ছিলেন। দেখবার মতো কেউ ছিলও না বাড়িতে। ছিল আর্থিক অনটনও। একজনের খাবার দুজনে ভাগ করে খেতেন। এর জেরে অসুস্থ হয়ে পড়েন তাঁরা।
সূত্র-এবিপি


মন্তব্য