kalerkantho


চীনে ভবন ধসে কমপক্ষে ২২ জন নিহত

কালের কণ্ঠ অনলাইন   

১১ অক্টোবর, ২০১৬ ২০:১৩চীনে ভবন ধসে কমপক্ষে ২২ জন নিহত

চীনের পূর্বাঞ্চলে কয়েকটি আবাসিক ভবন ধসে পড়ার ঘটনায় ২২ জনের নিহত হওয়ার খবর নিশ্চিত করা হয়েছে।
চীনের সরকারি বার্তা সংস্থা সিনহুয়া জানায়, ঝিজিয়াংয়ের ওয়েনঝৌতে সোমবার এ ঘটনা ঘটে। পরে সেখানে ধসে পড়া চারটি ভবনের ধ্বংসস্তুপ সরিয়ে উদ্ধার তৎপরতা চালাতে দেখা গেছে।
১৯৭০’র দশকে গ্রামবাসীরা এসব ভবন তৈরী করে বলে জানা যায়। ভবনগুলোর অবস্থা খুবই দুর্বল ছিল।
নিহতদের অধিকাংশই অভিবাসী শ্রমিক। তারা কম ভাড়ায় সেখানে বাস করতো।
দুর্ঘটনার পর সেখান থেকে ছয়জনকে জীবিত উদ্ধার করা হয়।


মন্তব্য