kalerkantho


বন্দুক হামলার পর বেশ কয়েকজন ফিলিস্তিনি গ্রেপ্তার

কালের কণ্ঠ অনলাইন   

১০ অক্টোবর, ২০১৬ ২০:৩১বন্দুক হামলার পর বেশ কয়েকজন ফিলিস্তিনি গ্রেপ্তার

ইসরাইলি কর্তৃপক্ষ বেশ কয়েকজন ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে। জেরুজালেমে বন্দুক হামলায় দুই জন নিহত ও অপর ৫ জন আহত হওয়ার পর এ গ্রেফতার অভিযান চালায় ইসরাইল। সোমবার পুলিশ একথা জানিয়েছে।
জন নিরাপত্তা বিষয়ক মন্ত্রী জিলাড এরদান সেনা রেডিওকে জানান, জেরুজালেমে রোববারের ওই হামলার পর বেশ কয়েকজন ফিলিস্তিনিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে ৩১ জন ওই হামলাকারীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে পূর্ব জেরুজালেমে একটি অনুষ্ঠানে যাচ্ছিল। হামলাকারীর পরিবারের সদস্যদেরও গ্রেফতার করা হয়।
পুলিশের নারী মুখপাত্র লুবা সামরি বলেন, পূর্ব জেরুজালেমে নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইট-পাটকেল ও ককটেল ছোঁড়ার অভিযোগে আরো ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
রোববার জেরুজালেমে ৩৯ বছর বয়সী এক ফিলিস্তিনি একটি গাড়ি থেকে বন্দুক হামলা চালায়। পুলিশ তাকে ধাওয়া করায় তিনি পুলিশকে লক্ষ্য করে গুলি চালান।
হামলার পর এ গ্রেফতার অভিযান চালানো হয়।
ওই হামলায় এক ইসরাইলি পুলিশ কর্মকর্তা ও এক ৬০ বছর বয়সী নারী নিহত হয়।
পরে পুলিশ হামলাকারী মিসবাহ্ আবু সাবিহ্ কে পূর্ব জেরুজালেমের সিলওয়ান এলাকায় হত্যা করে।
ফিলিস্তিনি গণমাধ্যম জানিয়েছে, ২০১৩ সালে একজন ইসরাইলি পুলিশ কর্মকর্তাকে আক্রমণ করার অভিযোগে রোববার থেকে আবু সাবিহ্’র ৪ মাসের কারাদণ্ড শুরু হওয়ার কথা ছিল।

 


মন্তব্য