kalerkantho


চীনে ভবন ধসে ৪ জনের মৃত্যু

কালের কণ্ঠ অনলাইন   

১০ অক্টোবর, ২০১৬ ২০:০৮চীনে ভবন ধসে ৪ জনের মৃত্যু

চীনে চারটি ভবন ধসে সোমবার চার জন মারা গেছে। স্থানীয় এক সরকারি কর্মকর্তা একথা জানিয়েছেন।
লুচেং অঞ্চলের সরকার সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছে, পূর্বাঞ্চলীয় প্রদেশ ঝিজিয়াংয়ের ওয়েনঝৌয়ে ভোররাতে চারটি ভবন ধসে পড়ে।
এতে আরো বলা হয়, এই ঘটনায় চারজন মারা গেছে এবং পাঁচজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
তবে কেউ নিখোঁজ হয়েছে কিনা সে সম্পর্কে কিছু বলা হয়নি।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, উদ্ধারকর্মীরা এখনো কতজন লোক ধ্বংসস্তুপের ভেতরে আটকা পড়েছে সে সম্পর্কে নিশ্চিত হতে পারেনি।
এর আগে বলা হয়েছিল, ২০ জন ধ্বংস্তুপের নিচে চাপা পড়েছে।
এই ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। মে মাসে গুইঝোউ প্রদেশের একটি আবাসিক ভবন ধসে ১৬ জন প্রাণ হারায়।
এপ্রিল মাসে ফোশান নগরীর একটি খুচরা মার্কেট ভবন ধসে পড়লে ২ জনের মৃত্যু ও ২৪ জন আহত হয়।


মন্তব্য