kalerkantho


হরিয়ানায় শিক্ষার্থীদের চুলের মুঠি ধরে শিক্ষকের মারধর (ভিডিও)

কালের কণ্ঠ অনলাইন   

১০ অক্টোবর, ২০১৬ ১৭:১৬হরিয়ানায় শিক্ষার্থীদের চুলের মুঠি ধরে শিক্ষকের মারধর (ভিডিও)

হোমওয়ার্ক না করায়, শিক্ষার্থীদের বেধড়ক পিটিয়েছে এক শিক্ষক। একজনকে নয়, কোচিংয়ের বেশ কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে সেই একই ব্যবহার করলেন শিক্ষক।

চড় , থাপ্পড়, চুলের মুঠি ধরে মার, কোনওকিছুই  বাদ পড়ল না। ভারতের হরিয়ানার কারনালে একটি কোচিং ক্লাসে সম্প্রতি এমনই একটি ছবি ধরা পড়ে।  যে ছবি ভাইরাল হয়ে যায় ইন্টারনেটে। সেখানে দেখা যায়, হোমওয়ার্ক না করে, কোচিংয়ে যাওয়ায় বেদম মারা হয় বেশ কয়েকজন পড়ুয়াকে।

ওই ভিডিও ভাইরাল হওয়ার পর পরই কারনালের ওই শিক্ষককে পাঠানো হয় ডেকে। কেন তিনি পড়ুয়াদের সঙ্গে ওরকম ব্যবহার করছেন, তা নিয়ে উঠতে শুরু করে প্রশ্ন । পুলিশ তদন্ত শুরু করেছে।


মন্তব্য