kalerkantho

মঙ্গলবার। ২১ ফেব্রুয়ারি ২০১৭ । ৯ ফাল্গুন ১৪২৩। ২৩ জমাদিউল আউয়াল ১৪৩৮।


টেমস পাড়ের পূজায় মেতে উঠেছেন প্রবাসী বাঙালিরা

কালের কণ্ঠ অনলাইন   

১০ অক্টোবর, ২০১৬ ০২:১২টেমস পাড়ের পূজায় মেতে উঠেছেন প্রবাসী বাঙালিরা

রানির দেশে পূজার আলাদাই আভিজাত্য। দুর্গাপূজাকে সাধারণত উইকএন্ডের উপাচার হিসেবেই জানেন পশ্চিমী বিশ্বের মানুষ। কিন্তু, লন্ডনে তা হয় না। টেমসের পাড়ে পূজা হয় বাঙালি রীতিনীতি অক্ষরে অক্ষরে মেনেই। আর সেই পূজাতে ভিড়ও হয় তেমনই। শুধু সেদেশে বসবাসকারী বাঙালিরাই নন, ভিড় জমান ইংল্যান্ডের নেটিভরাও। চুটিয়ে মজা করা, আর সঙ্গে বাঙালি ভুড়িভোজের আয়োজনও থাকে।

ষষ্ঠী থেকে দশমী। বোধন থেকে সিঁদুর খেলা। দুর্গাপূজার প্রতিটি উপাচার এখানে পালন করা হয়। লন্ডনের সবচেয়ে জনপ্রিয় পূজাগুলি হল Ele-এর শারদ উত্‍সব এবং Mid lands-এর বেঙ্গলি অ্যাসোসিয়েশনের পূজা। এখানে প্রতিমা নিরঞ্জন হয় না। দূষণের আশঙ্কায় প্রশাসন সেই অনুমতি দেয় না। প্রতিমা সংরক্ষিত হয়, পরের বছরের জন্য।

সূত্র: জিনিউজ


মন্তব্য