স্বাধীন রাজ্য হিসেবে তেলেঙ্গানার আত্মপ্রকাশে ঈশ্বরের করুণায় আপ্লুত রাজ্যের মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। সেই কারণে দেবী ভদ্রকালীকে সোনার মুকুট গড়িয়ে দিয়ে কৃতজ্ঞতা জানাবেন বলে ঠিক করেছেন।
স্বাধীন রাজ্যের দাবিতে দীর্ঘ লড়াই শেষ হয়েছে। গত দুই বছর হল দেশের ২৯তম রাজ্য তেলেঙ্গানা শাসনের ভার হাতে নিয়েছেন কে চন্দ্রশেখর রাও। কিন্তু স্বাধীনতা প্রাপ্তির পেছনে দৈব ভূমিকার কথা সারাক্ষণ তাঁকে কৃতজ্ঞতাপাশে বেঁধে রেখেছে। ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতাবশত তাই এবার দেবীকে সোনার মুকুট গড়িয়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী।
জানা গেছে, ১১.৭ কেজি ওজনের স্বর্ণমুকুটের দাম পড়েছে ৩.৭ কোটি রুপি। দেবীর মাথার মাপ অনুযায়ী তা তৈরি করা হয়েছে। বলা বাহুল্য, মুকুটের গোটা খরচ সরকারি কোষাগারই বহন করেছে।
শুক্রবার রাতে নির্মাতার কারখানায় গিয়ে দেবীর মুকুটটি সরেজমিনে দেখে এসেছেন মুখ্যমন্ত্রী রাও। ৯ অক্টোবর নবরাত্রি উপলক্ষে ওয়ারাঙ্গল মন্দিরে গিয়ে নিজে হাতে তা দেবীর মাথায় পরানোর ইচ্ছা রয়েছে পোড়খাওয়া রাজনীতিকের।
সূত্র: এই সময়
মন্তব্য
আলোচিত সংবাদ
ব্যাখ্যা ছাড়া সর্বসাধারণের পক্ষে কোরআন বোঝা সম্ভব নয়
আমাদের জাহিদ গুগলের ম্যানেজার
বিশ্বের যেসব দেশ ভ্রমণে ভিসা লাগে না...
সিগারেট তৈরির একটি মূল উপাদান ইঁদুরের বিষ্ঠা!
সারাদিন বিছানায় শুয়ে অন্যের রক্ত যোগাড় করেই দিন কাটে মিমের
সীমান্তে সেনা, অস্ত্রের মহড়া মিয়ানমারের