kalerkantho


ম্যাথিউর তাণ্ডবে বিধ্বস্ত ফ্লোরিডাও, নিহত ৩

কালের কণ্ঠ অনলাইন   

৮ অক্টোবর, ২০১৬ ০৯:৩১ম্যাথিউর তাণ্ডবে বিধ্বস্ত ফ্লোরিডাও, নিহত ৩

হাইতির পর যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের উপকূলে তুলনামূলক দুর্বল হয়ে আঘাত হেনেছে ঝড় ম্যাথিউ। এতে এখন পর্যন্ত তিনজন নিহতের খবর পাওয়া গেছে বলে সেন্ট লুইস কাউন্টির সংশ্লিষ্টদের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা এবিসি নিউজ। বার্তা সংস্থাটি আরও জানায়, বিদ্যুৎ সংযোগ হারিয়ে এ মুহূর্তে গোটা ফ্লোরিডায় অন্ধকারে রয়েছে অন্তত এক লাখ মানুষ।

সেন্ট লুইস কাউন্টির এক মুখপাত্র এবিসি নিউজকে জানায়, ঝড়ের তাণ্ডবে দুজন মারা যান। প্রবল ঝোড়ো বাতাস ও বৃষ্টিপাতের কারণে আর্তদের কাছে সময়মতো পৌঁছানো যায়নি। মৃত তৃতীয় ব্যক্তি একজন ৫০ বছর বয়স্কা নারী। তিনি ঝড়ের সময় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত, ফ্লোরিডা অঙ্গরাজ্যের জলোচ্ছ্বাসদুর্গত এলাকা জ্যাকসনভিলের দক্ষিণে অবস্থিত সেন্ট অগাস্টিনে মাপা বাতাসের গড় গতিবেগ পাওয়া গেছে ঘণ্টায় প্রায় ১৩৭ কিলোমিটার।

ফ্লোরিডার অন্তত ১৫ রাখ নাগরিককে জরুরিভিত্তিতে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশনা এসেছে সরকারের পক্ষ থেকে। ইতিমধ্যে অঙ্গরাজ্যটির গভর্নর ৩৫০০ সদস্যের ন্যাশনাল গার্ড ট্রুপকে আর্তদের সহায়তায় তৎপর হওয়ার নির্দেশ দিয়েছেন। গভর্নর রিক স্কট জানান, এখন পর্যন্ত ২২ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া গেছে। তিনি জানান, জীবদ্দশায় ফ্লোরিডায় এমন জলোচ্ছ্বাস তিনি দেখেননি।

 


মন্তব্য