উত্তর কোরিয়া ফের পারমাণবিক পরীক্ষা চালাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। স্যাটেলাইটের মাধ্যমে প্রাপ্ত উ. কোরিয়ার তিনটি টানেল কমপ্লেক্সের ছবি দেখে এ আশঙ্কা জোরদার হয়েছে।
আগামী সপ্তাহে রাষ্ট্র হিসেবে উত্তর কোরিয়ার প্রতিষ্ঠা বার্ষিকীকে সামনে রেখে এ পরীক্ষা চালানো হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে চলতি বছরের জানুয়ারি ও সেপ্টেম্বর মাসে কমিউনিস্ট রাষ্ট্রটি দুইটি পারমাণবিক পরীক্ষা চালায়।
এ ব্যাপারে বিশেষজ্ঞরা জানিয়েছেন, নির্দেশ পাওয়া মাত্রই তৃতীয় পরমাণু পরীক্ষা চালানোর সক্ষমতা তাদের রয়েছে। এর আগেও যতগুলো পারমাণবিক পরীক্ষা ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়েছে তা বিশেষ কোন রাজনৈতিক দিবসকে সামনে রেখে করা হয়েছে।
উল্লেখ্য, সেপ্টেম্বর মাসে রাষ্ট্র হিসেবে উত্তর কোরিয়ার জন্ম হয়েছিল এবং এ উপলক্ষে গত সেপ্টেম্বরে পারমাণবিক পরীক্ষা চালানো হয়েছিল। আগামী সোমবার উত্তর কোরিয়ার ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টিরও ৭১তম প্রতিষ্ঠা বার্ষিকী।
মন্তব্য
আলোচিত সংবাদ
ব্যাখ্যা ছাড়া সর্বসাধারণের পক্ষে কোরআন বোঝা সম্ভব নয়
আমাদের জাহিদ গুগলের ম্যানেজার
বিশ্বের যেসব দেশ ভ্রমণে ভিসা লাগে না...
সিগারেট তৈরির একটি মূল উপাদান ইঁদুরের বিষ্ঠা!
সারাদিন বিছানায় শুয়ে অন্যের রক্ত যোগাড় করেই দিন কাটে মিমের
সীমান্তে সেনা, অস্ত্রের মহড়া মিয়ানমারের