kalerkantho

মঙ্গলবার । ৬ ডিসেম্বর ২০১৬। ২২ অগ্রহায়ণ ১৪২৩। ৫ রবিউল আউয়াল ১৪৩৮।


ফিলিপাইনে জনপ্রিয়তা বেড়েছে দুতার্তের

কালের কণ্ঠ অনলাইন   

৬ অক্টোবর, ২০১৬ ২১:১০ফিলিপাইনে জনপ্রিয়তা বেড়েছে দুতার্তের

 ফিলিপাইনের প্রেসিডেন্ট রোদ্রিগো দুতার্তের দায়িত্ব গ্রহণের প্রথম তিন মাসে জনপ্রিয়তা বেড়েছে। বৃহস্পতিবার এক জরিপ থেকে এ তথ্য জানা গেছে।


এতে মনে করা হচ্ছে, দেশটির জনগণ তার নিষ্ঠুর অপরাধ দমন যুদ্ধকেই সমর্থন দিয়েছে।
দুতার্তের নজিরবিহীন অপরাধ দমন যুদ্ধ ঘোষণার জোরালো নিন্দা জানিয়েছে প্রতিরক্ষা মিত্র দেশ যুক্তরাষ্ট্র, জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়ন। অপরাধ দমনে তার এ নিষ্ঠুর যুদ্ধে ইতোমধ্যে তিন হাজারের বেশী লোক নিহত হয়েছে। এক্ষেত্রে গণ হত্যাযজ্ঞের আশংকাও অনেক বেড়েছে।
সোস্যাল ওয়েদার স্টেশন পরিচালিত এক জনমত জরিপে ফিলিপাইনের ৭৬ শতাংশ নাগরিক জানান, তারা দুতার্তের কর্মকান্ডে সন্তুষ্ট। অপরদিকে এ জরিপে অংশ নেয়া মাত্র ১১ শতাংশ দুতার্তের কাজকর্মে অসন্তোষ প্রকাশ করে। বাকিরা কোন সিদ্ধান্ত জানায়নি।
ম্যানিলা ভিত্তিক এ জরিপ সংস্থা ২৪ থেকে ২৭ সেপ্টেম্বর দেশব্যাপী এ জরিপ চালায়। এতে এক হাজার ২শ’ প্রাপ্তবয়স্ক নাগরিক অংশ নেয়। জরিপে অংশ নেয়া ব্যক্তিদের মাদকের বিরুদ্ধে যুদ্ধের কথা উল্লেখ না করেই প্রেসিডেন্ট হিসেবে দুতার্তের কাজকর্মের ব্যাপারে জানতে চাওয়া হয়।


মন্তব্য