kalerkantho

মঙ্গলবার । ৬ ডিসেম্বর ২০১৬। ২২ অগ্রহায়ণ ১৪২৩। ৫ রবিউল আউয়াল ১৪৩৮।


হাইতিতে ম্যাথিওর আঘাতে মৃতের সংখ্যা বেড়ে ২৩

কালের কণ্ঠ অনলাইন   

৬ অক্টোবর, ২০১৬ ২১:০৭হাইতিতে ম্যাথিওর আঘাতে মৃতের সংখ্যা বেড়ে ২৩

হাইতিতে হারিকেন ম্যাথিওর আঘাতে ২৩ জনের মৃত্যু ও ৩ জন নিখোঁজ হয়েছে।
দেশটির এক কর্মকর্তা একথা জানিয়েছেন।


ঝড়ে দেশটির সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চলের সঙ্গে যোগাযোগ পুনঃস্থাপিত হওয়ার পর মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে তিনি সতর্ক করেছেন।
বুধবার বেসামরিক প্রতিরক্ষা মুখপাত্র এডগার সেলেস্টিন বলেন, ‘এটা আংশিক চিত্র। গ্র্যান্ডে আন্সে বিভাগের তথ্য এতে নেই। ’
ঝড় অঞ্চলটিতে সবচেয়ে বেশি আঘাত হেনেছে।


মন্তব্য