kalerkantho


দক্ষিণ কোরিয়ায় টাইফুনের আঘাত, নিহত ৫

কালের কণ্ঠ অনলাইন   

৬ অক্টোবর, ২০১৬ ১২:০৪দক্ষিণ কোরিয়ায় টাইফুনের আঘাত, নিহত ৫

দক্ষিণ কোরিয়ায় টাইফুন চাবার আঘাতে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিবিসির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দক্ষিণাঞ্চলীয় শহর বুসান ও উলসান সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানকার যানবাহন চলাচল, স্কুল, শিল্পপ্রতিষ্ঠান ও দেশটির প্রধান বন্দর বসাময়িকভাবে বন্ধ রয়েছে। ফুটেজে দেখা গেছে কাদাযুক্ত বন্যার পানি শহরের রাস্তায় জমে আছে।

দক্ষিণ কোরিয়ায় আঘাত হানার পর টাইফুনটি জাপানের দিকে অগ্রসর হচ্ছে। সেখানে আবহাওয়াবিদরা সতর্কতা জারি করেছে। এ ছাড়াও বিমান চলাচল বন্ধ রয়েছে। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, উলসানের এক ফায়ার সার্ভিস কর্মীসহ পাঁচজন নিখোঁজ রয়েছেন।

 মন্তব্য