kalerkantho


যু্ক্তরাষ্ট্রে ফ্ল্যাটে ২ শিশু খুনের পর বাবার আত্মহত্যা

কালের কণ্ঠ অনলাইন   

৬ অক্টোবর, ২০১৬ ১০:৫০যু্ক্তরাষ্ট্রে ফ্ল্যাটে ২ শিশু খুনের পর বাবার আত্মহত্যা

যুক্তরাষ্ট্রের ওরেগন অঙ্গরাজ্যের বিভারটনের একটি ফ্ল্যাটে গুলিতে দুই শিশুসহ তিনজন নিহত হয়েছেন। পুলিশ বলছে, নিজ ফ্ল্যাটে বাবা তার দুই শিশুকে গুলি করে নিজেও আত্মহত্যা করেছেন। খবর স্থানীয় মিডিয়া ওরেগনের।

স্থানীয় সময় বুধবার বিকেলে ওয়াশিংটন কাউন্টির বিভারটন শহরের অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের ওই ফ্ল্যাটে এ ঘটনা ঘটে বলে জানান বিভারটন পুলিশের মুখপাত্র সার্জেন্ট মাইক রো। তিনি বলেন, নিহতের একজন নারী আত্মীয় বিষয়টি টের পেয়ে বিকেল সাড়ে ৪টার দিকে পুলিশে খবর দেন। খবর পেয়ে ওই ফ্ল্যাট থেকে তিনটি গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে।

বার্তা সংস্থা এপিকে দেওয়া সাক্ষাৎকারে স্থানীয় পুলিশের মুখপাত্র সার্জেন্ট মাইক রো জানান, নিহতের একজন নারী আত্মীয় বিষয়টি টের পেয়ে বিকেল সাড়ে ৪টার দিকে পুলিশে খবর দেন। খবর পেয়ে ওই ফ্ল্যাট থেকে তিনটি গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়। নিহত শিশুদের একজন আট বছর বয়সী মেয়ে আরেকজন ৬ বছর বয়সী ছেলে। এ ছাড়া বিস্তারিত কিছু জানা এখনও সম্ভব হয়নি বলে জানান রো। সূত্র : এবিসি নিউজ

 


মন্তব্য