kalerkantho


তাজমহল দেখার শখ পূরণ হয়নি বারাক ওবামার!

কালের কণ্ঠ অনলাইন   

৬ অক্টোবর, ২০১৬ ০০:০৮তাজমহল দেখার শখ পূরণ হয়নি বারাক ওবামার!

বারাক ওবামা- পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর মানুষের তালিকায় উপরের সারিতেই উঠে আসে এই নাম। কিন্তু দুই বার মার্কিন মসনদে বসেও ওবামার মনের কোনে রয়ে গিয়েছে একটি দুঃখ। যা আজও তাঁকে তাড়িয়ে বেড়ায়। 

কী সেই দুঃখ? 

ভারতে গিয়েছেন, অথচ স্বচক্ষে তাজমহল দেখতে পারেননি মার্কিন প্রেসিডেন্ট।

মার্কিন প্রেসিডেন্ট হওয়ার সৌজন্যে সারা বিশ্বের অনেক স্থানই দেখেছেন ওবামা। তবে মনের কোণে হামেশাই ইচ্ছে ছিল পৃথিবীর সপ্তম আশ্চর্যের দর্শন পাওয়া। ২০১৫ সালে যখন ভারতে যান। স্বপ্নপূরণের দোরগোড়ায় এসেও ফিরে যেতে হয়েছে তাঁকে।

সেই সময় সৌদি আরবের রাজা আবদুল্লাহর প্রয়াণের কারণে সফর কাটছাঁট করে চলে যেতে হয় সেখানে। তাই আজও অধরাই রয়ে গিয়েছে মার্কিন প্রেসিডেন্টের স্বপ্ন। প্রেমের এই প্রতীক তাঁর দেখা হবে কি না, সেতো ভবিষ্যতই বলবে। তবে আশা ছাড়ছেন না ওবামা।


মন্তব্য