kalerkantho


আবার ২০ বছর পর ...

কালের কণ্ঠ অনলাইন   

৫ অক্টোবর, ২০১৬ ২১:২০আবার ২০ বছর পর ...

স্নোডেনের সঙ্গে কথা বলার জন্য তাঁকে সঙ্গী হতে অনুরোধ করেন জন কুজাক। কখনও তাওর শত্রু রাষ্ট্রযন্ত্র, কখনও বহুজাতিক সংস্থা। মানবাধিকার রক্ষার যোদ্ধা ঔপন্যাসিকের ভূমিকায়। আবার বছর ২০ পরে ...
দেখতে দেখতে কেটে গেছে ২০টা বছর৷ অবশেষে আবার সেই খবর৷ উপন্যাস লেখার জন্য আবার কলম ধরেছেন উনি৷ হ্যাঁ, অরুন্ধতী রায়৷ ‘দ্য গড অফ স্মল থিংস’ লেখিকা গত দু’দশকে অসংখ্য লেখা লিখেছেন ঠিকই, কিন্তু তার কোনওটাই উপন্যাস নয়৷ কীভাবে ঘটল এই ঘটনা? দীর্ঘদিনের ঘনিষ্ঠ বন্ধু এবং ‘ম্যান বুকার’ পুরস্কার জয়ী লেখক জন বার্জার অরুন্ধতীকে বলে আসছিলেন উপন্যাস লেখার জন্য৷ ‘দেড় বছর আগে একদিন জনের বাড়িতে বসে ওর সঙ্গে গল্প করছিলাম৷ হঠাৎ ও বলল, নতুন কী ফিকশন পড়ছ, তা তোমার ল্যাপটপ খুলে আমায় পড়ে শোনাও৷ ও বোধহয় গোটা পৃথিবীতে এখমাত্র মানুষ, যার এটা জিজ্ঞেস করার সাহস আছে৷ আমিও পড়ে শোনালাম৷ জন বলল, তুমি অবিলম্বে দিল্লি ফিরে যাও৷ আর লেখাটা শেষ করো৷ আমি বললাম, বেশ!’, সংবাদমাধ্যমকে এক সাক্ষাত্কারে বলেছেন অরুন্ধতী৷
দিল্লি ফিরে যান৷ লিখতে বসলেন তাঁর পরের উপন্যাস ‘দ্য মিনিস্ট্রি অফ আটমোস্ট হ্যাপিনেস’৷ ২০১৭-র প্রকাশিত হতে চলেছে তাঁর এই উপন্যাস৷ অরুন্ধতীর লিটারারি এজেন্ট ডেভিড গডউইন জানিয়েছেন, একমাত্র অরুন্ধতীর পক্ষেই এমন একটি উপন্যাস লেখা সম্ভব৷ ২০ বছর লেগেছে এই উপন্যাসটা লিখে উঠতে৷ এবং এই ২০ বছরের অপেক্ষা একেবারেই জলে যায়নি৷ সম্পূর্ণ মৌলিক একটি ভাবনা থেকেই অরুন্ধতীর এই উপন্যাস, তা-ও জানিয়েছেন গডউইন৷
প্রকাশনা সংস্থার তরফে সাইমন প্রসের অরুন্ধতীর এই নতুন উপন্যাস সম্পর্কে বলেছেন, অসাধারণ লেখনী, এবং একই সঙ্গে অসাধারণ এই কাহিনির চরিত্ররাও৷ অসম্ভভ ঔদার্য আর অনুরাগ দিয়ে লেখিকা নিজের উন্যাসটিকে জীবন দিয়েছেন৷ পড়তে পড়তে টের পাওয়া যায়, লেখার শব্দের মধ্যেও প্রাণ আছে৷ তাঁর দাবি, উপন্যাসটি আমাদের নতুন করে দেখার, শোনার, কোনও কিছুর সঙ্গে জড়িত হওয়ার অনুপ্রেরণা দেয়৷
কিন্ত্ত রাহেল এবং এসথাপেনের গল্প শোনানোর পর ২০ বছর লাগল কেন নতুন একটা উপন্যাস লিখতে? এর মধ্যে হাজারো একটা সামাজিক ইস্যু, রাজনৈতিক ইস্যু নিয়ে ব্যস্ত ছিলেন লেখিকা৷ লিখে গিয়েছেন একের পর এক নন-ফিকশন৷ তাঁর কলমে কখনও প্রতিবাদ গর্জে উঠেছে আমেরিকার ইরাক-আফগানিস্তান আক্রমণের বিরুদ্ধে, কখনও ভারতের পরমাণু পরীক্ষার বিরুদ্ধে৷ সোমবার ২০ বছর পরে আবার তাঁর ফিরে আসার খবর৷ ছোট ছোট জিনিসের ঈশ্বরীর ফিরে আসার খবর৷- সূত্র : এই সময়


মন্তব্য